আমাদের কথা খুঁজে নিন

   

সামু কি তাহলে জায়গা হারাচ্ছে? ( এডু-মডু-ডেভু ও সচেতন ব্লগারদের দৃষ্টি আকর্ষন)

জামাত-শিবির দূরে গিয়া মর! সামহয়্যারইন ব্লগ। বাংলা ভাষার সর্ববৃহৎ ব্লগ কমিউনিটি। আমার জানায় ভুল না হলে, এখানে ইন্ডিয়ার কিছু ব্লগারও আছেন। ১ লক্ষ ৩৫ হাজার+ ব্লগারের এই ওয়েবসাইটটিকে শুধু ওয়েবসাইট বললে ভুল হবে। এটি আরও বেশি কিছু।

আমি গর্ব বোধ করি আমি সামহয়্যারইনের ব্লগার। তবে আজ কিছু অপ্রীতিকর সত্য নিয়ে লিখতে এলাম। না লিখে পারছিলাম না। আজ এলেক্সায় গিয়ে বাংলাদেশের সাইটগুলো নিয়ে খোজ খবর করলাম। তাতে যা দেখলাম তাতে আমার খুশি হওয়া উচিৎ না কি রাগ হওয়া উচিৎ বুঝতে পারছি না।

এলেক্সায় সামুর বর্তমান অবস্থান বাংলাদেশে ১২ তম। কি আনন্দ লাগছে? দেশের এত এত সাইটের ভেতর ১২ তম হওয়া কি চাট্টিখানি ব্যাপার? দাড়ান। আগেই এত খুশি হবার দরকার নাই। এলেক্সায় সামুর উপরে এখন টেকটিউনস উঠে এসেছে। টেকটিউনস এখন বাংলাদেশে ১১ তম।

আসুন একটু তুলনা করি। ♦ এলেক্সায় সামুর সাইট ক্লেইম করা নয়, টেকটিউনস এর সাইট ক্লেইম করা। ♦ এলেক্সা ওয়ার্ল্ড রেটিং এ সামুর অবস্থান ৩৭৬৬ তম, টেকটিউনস এর অবস্থান ৩৪৮৮ তম। অর্থাৎ সামু ২৭৮ ধাপ পিছিয়ে। ♦ সামু ১৩৭৯টি সাইটে লিংক করা আছে, আর টেকটিউনস ১০৫২ টি সাইটে।

(মনে হয় না ওরা এখানেই থেমে থাকবে। ) ♦ সামুর মোট ৮ টি রিভিউ রয়েছে, যার গড় ২.৫/৫ ষ্টার। টেকটিউনস এর রিভিউ ১৭১ টি, গড় ৫/৫ ষ্টার। সামুর রিভিউ দাতাদের ভেতর ৮ জনের ভেতর ৫ জনেই খারাপ রিভিউ দিয়েছেন। তিন জন তাদের বন্ধুদের পর্যন্ত এই সাইট রেকমেন্ড করবেন না।

ওদিকে টিটির ১৭১ রিভিউ এর ভিতর খারাপ রিভিউ পাওয়া দুষ্কর। ১৬৩ জন রিভিউয়ার তাদের বন্ধুদের এই সাইট রেকমেন্ড করতে চেয়েছেন। ♦ গত তিন মাস ধরে সামুর ট্রাফিক নিম্নমুখী রয়েছে। যেখানে টিটির ট্রাফিক প্রতিনিয়তই উর্ধ্বমুখী। ♦ সামুর র‌্যাংক ফেসবুকে ১ জন শেয়ার করেছেন, টিটির র‌্যাংক ১৬৩ জন।

এখন দেখা যাক টিটির সাথে একটু তুলনা করে..... ট্রাফিক ট্রেন্ড (ডেইলি) ডেইলি রিচ সামু কি তার জায়গা হারাচ্ছে? ১লাখ ৩৫ হাজার ব্লগার নিয়েও কেন সামু এত পিছিয়ে? আসুন কারন অনুসন্ধান করি। ১. সামুর এক লক্ষ ৩৫ হাজার ব্লগারের ভেতর মাল্টি নিকই মনে হয় অর্ধেকের বেশি। ২. এখানে মান-সম্মত লেখার কদর নেই। মৌলিক লেখা "নির্বাচিত পাতা"য় যায় না। তাই কেউ ভালো লেখা লেখতেও চান না।

৩. এডু-মডু-ডেভু কেউই সহযোগিতার মানষিকতা পোষন করেন না। তাদের কাছে কিছু জানতে পোষ্ট দিলে জীবনেও সেখানে তাদের দেখা পাওয়া যায় না। ৪. এখানে ছাগুদের লম্ফ-ঝম্ফ বেশি। কপি-পেষ্ট লেখা বেশি। এমন কি গত ব্লগ ডেতে এমন একজনকে সেরা ব্লগার(সবোর্চ্চ পোষ্ট) মনোনীত করা হয়েছে, যার ৯৯% লেখাই কপিপেষ্ট।

৫. সামুতে সিন্ডিকেট-গালাগালি ইস্যুতে মডারেটরের ভুমিকা শূন্যের কোঠায়। ৬. সামুর স্বীকৃত কোন ফেসবুক-টুইটার গ্রুপ/পেজ নেই। এখনো ফেবুতে সামুর নামে দশ-বারোটা পেজ খোলা আছে। সামুর অফিসিয়াল পেজ আদৌ আছে কি? ৭) বর্তমানে কিছু নিককে এক দিনেই সেফ করা হয়েছে, ইনফ্যাক্ট আমাকেও এক মাসের ভেতরই সেফ করা হয়েছে। নতুন সেফ করা নিক-গুলোর ব্যাপারে পুরনো ব্লগারদের মনে চাপা অসন্তোষ বিরাজ করছে।

সামু কি জায়গা হারাবে? নাকি ফিরে আসবে? সামুর এখন যা করা দরকার.... ১) মডারেশন প্যানেলে স্বচ্ছতা প্রয়োজন ২) হেল্পফুল আচরন করা ৩) নতুন নিক গনহারে সেফ করা বন্ধ করা ৪) নির্বাচিত পাতার ব্যাপারে সচেতন হওয়া ৫) অবিলম্বে সামুর অফিসিয়াল ফেসবুক গ্রুপ ও পেজ তৈরী করে ব্লগারদের জানানো। ৬) সর্বপরি আমাদের কথা ভাবুক আর না ভাবুক, নিজের আত্ম রক্ষার খাতিরেই অনলাইনে সামুকে আবার স্বদর্পে ফিরিয়ে আনা। ৭) আসুন আমরা ব্লগাররা এলেক্সায় গিয়ে রিভিউ লিখি এবং সামুর রেটিং বাড়াই দয়া করে এডমিনরা পুনরায় ছোট প্রতিষ্ঠান, অর্থ-সংকট ব্লা...ব্লা...ব্লা.. অযুহাত দিবেন না, উপরের কোন পদক্ষেপই ব্যায়বহুল না। নয়তো সামুকে তার ব্লগারদের হারাতে হতে পারে। ওয়ার্ডেপ্রেসে করা টেকটিউন যদি এগিয়ে যেতে পারে, তবে এত ডেভেলপার নিয়ে সামু কেন পিছিয়ে থাকবে? **** এখানে টেকটিউনস কে কোনভাবেই খাটো করে দেখা হচ্ছে না।

সামুর সাথে নিকটতম প্রতিদন্ধী হিসেবে টেকটিউনসকেই পাওয়া গেলো। টেকটিওনস এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আরো জানতে হলে.... এলেক্সা সামু রেটিং এলেক্সা টিটি রেটিং টিটিতে হাসান যোবায়ের এর পোষ্ট (টিউন)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.