আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসবো রতিময় প্রগাঢ় জীবনে

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড তাপিত ঠোট বিহ্বল, কাঁপছে অগুনন আত্মা, ধড় সমেত বটপাতা খসে পড়ে একটা, সামাজিক দাবীতে মুখর সস্তা গলি বড় বেশি পঁচা গন্ধ এসব মেদুল কোমরের গাঁটে। আমি-তুমিহীনে, উঠানে শিউলী মালার কমলা ঘ্রানে প্রায়ান্ধ দু'চোখ তোমাকেই দিয়ে দেবো বলে, কড়িকাঠের ম্লান পেরেকটা তুলেছিলাম সেদিন ভোরে। একহাতে হ্যালোজিন আর অন্যহাতে কূপি নিয়ে, তোমারই আঁচল পোড়ানোর দায়ে পালাচ্ছি এ আমি চেনা সিঁড়ি বেয়ে অচেনা চিলেকোঠায়! দায়বন্ধন খুব বেশি সুরভী ছড়ায় স্বপ্ন দেখবো অদ্ভুত উপায়ে পলাতক আমার দৃষ্টিতে পোড়া আঁচল নিয়ে গলির মোড়ের কামুক গন্ধ ভুলে বিপরীত প্রেমিকের অট্টহাসির কাছে মেরুন জিহ্বাটা বেচবার ছলে আবারও যাচায় করছি তোমার শাড়িটা পুরো অক্ষত কিনা! বিশ্বাস করো এ ঠোট আর ছোঁবেনা তোমায় কথা দিলাম রাতে কখনও জ্বালাবো না কূপি আমি এ দু'চোখ ঢেকে রাখবো খুব ফিরে আসবো রতিময় প্রগাঢ় জীবনে; শুধু তুমি আকাশের দিকে চোখ রাঙিয়ে এসব ভালোবাসাবাসির মেঘলা মননে আর ফুৎকারে নিভাবেনা অনল, কথা দাও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.