আমাদের কথা খুঁজে নিন

   

বার্ড ফু তে আক্রান্ত মরা মুরগির যথাযথ সৎকার চাই

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

বর্তমানে সারা দেশে বিভিন্ন মুরগির খামারে বার্ড ফুতে আক্রান্ত মুরগি নিধন চলছে। কিন্তু এসব নিধনকৃত মুরগির দেহ যত্রতত্র ফেলে দেয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। বার্ড ফুতে আক্রান্ত মুরগি থেকে যেমন অন্য মুরগি বা মানুষের দেহে জীবাণু ছড়াতে পারে, তেমনি বার্ড ফুতে আক্রান্ত হয়ে মৃত মুরগি থেকে বার্ড ফু ছড়াতে পারে। এ জন্য বার্ড ফুতে মৃত মুরগির দেহ মাটিতে পুঁতে ফেলার জন্য জোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু বাস্তবে এ নীতির প্রয়োগ ঘটছে না, বরং বার্ড ফুতে আক্রান্ত মরা মুরগি ডাস্টবিন, নর্দমা, পুকুর কিংবা খালে ফেলে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে।

আক্রান্ত ও মৃত মুরগি যথাযথ সৎকার না করার ফলে বার্ড ফু মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা যায়। বায়ুবাহিত এ ভাইরাস একবার মানব দেহে ছড়িয়ে গেলে তা থেকে পরিত্রাণের উপায় থাকবে না। একজন সচেতন নাগরিক হিসেবে বার্ড ফু যাতে না ছড়ায় সে রকম সতর্কতা অবলম্বন করা প্রত্যেক মানুষের কর্তব্য। তেমনি যে সব সরকারি কর্মকর্তা বার্ড ফু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তাদের এ বিষয়ে নজর দেয়া অত্যন্ত জরুরি। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রতিটি সচেতন নাগরিককে এখনই এ বিষয়টির দিকে নজর দেয়া দরকার।

নইলে যখন এ বিষয়ে সবাই সচেতন হবেন, তখন অনেক দেরি হয়ে যাবে Ñ যা থেকে সমূহ তির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আশা করি আমরা সবাই নিজেদের প্রাণ রার্থে একটু সচেতন হব, একটু সতর্ক হব এবং বার্ড ফু ঠেকাতে প্রতিটি পদপে নেব ভেবেচিন্তে। একটি দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।