আমাদের কথা খুঁজে নিন

   

ফিরবে ফ্ল্যাপি বার্ড

বার্তাসংস্থা বিবিসি এক জানিয়েছে, এনগুয়েন ফ্ল্যাপি বার্ড ফিরিয়ে আনবেন বলে নিশ্চিত করেন এক টুইটার পোস্টে। এনগুয়েন ফ্ল্যাপি বার্ড ফিরিয়ে আনবেন কি না মাইক্রোব্লগিং সাইটটিতে এই প্রশ্নই করেছিলেন গেইমটির এক ভক্ত। উত্তরে এনগুয়েন বলেন, “আনব, তবে খুব শিগগিরই নয়। আমি পরিকল্পনা করে কাজ করি না। গেইমটির কাজ শেষ হলেই আমি এটি (গেইম) ছাড়ব।


এনগুয়েন ফ্ল্যাপি বার্ড বাজারে ছেড়েছিলেন ২০১৩ সালের মে মাসে। দুর্বল গ্রাফিক্স সত্ত্বেও স্মার্টফোন গেইমারদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল এটি। সোশাল মিডিয়ায় মাতামাতির বদৌলতে খুব অল্প সময়েই ‘ভাইরাল গেইম’ হয়ে ছড়িয়ে পড়েছিল ফ্ল্যাপি বার্ড।
৫ কোটি ব্যবহারকারী ডাউনলোড করেছিলেন গেইমটি। এক পর্যায়ে গেইমটির বিজ্ঞাপন থেকেই এনগুয়েনের দৈনিক আয় ছিল ৫০ হাজার ডলার।


জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে থাকতেই গেইমটি বন্ধ করে দেওয়ার আকস্মিক সিদ্ধান্ত নেন এনগুয়েন। গেইমটি তাদের জীবন ‘নষ্ট’ করে দিয়েছে, একাধিক গেইমারের কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর গেইমটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন এনগুয়েন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।