আমাদের কথা খুঁজে নিন

   

নোংরা লোক!

ইমরোজ

আমার কথাটা অনেক অপ্রিয় শোনাবে। তবে এইটাই চরম বাস্তব। ধরুন, একটা খুনি, যে মানুষকে হত্যা করেছে। যে মানুষকে ঘৃণা করেছে। সেই লোকটি যদি ইসলামকে ঢাল বানিয়ে কারও সাথে ডুয়েল ফাইট করতে যায়, তাহলে তার অপনেন্ট যিনি হবেন, তিনি তার তলোয়ার দিয়ে যতটা আঘাত করবেন, সমস্ত আঘাত ঐ খুনি লোকটা ঠেকাবে ঢাল দিয়ে।

আর এই ঢালে আঘাত করা মানেই ইসলামকে আঘাত করা নয়। এই আঘাত করা হচ্ছে খুনিকে মারার প্রয়াস। কিন্তু দর্শক গ্যালারীতে কিছু মানুষ থাকবেই যারা মনে করবে, ইসলামকে ঢাল বানিয়াছে যে লোকটা সে অনেক সাধু। এবং যে ইসলামকে আঘাত করছে, সে ভাল হইলেও তাকে সাপোর্ট করা যাবে না। কারণ তার এতই বড় সাহস সে ইসলামের তৈরী ঢালের মধ্যে আঘাত করছে? জামাতের বিরোধীতা করা মানে ইসলামের বিরোধীতা করা নয়।

জামাতের আদর্শও ইসলাম সম্মত নয়। তারা অপরাধী এইটা আমাদের সবারই জানা। ইসলাম এমনই একটি স্পর্শকাতর জিনিস, এইটা মানুষের আশ্রয়, ভালবাসা বিশ্বাস। জামাতের নেতারা ঠিক করলেন ইসলামকে ব্যবহার করেই তারা ভাল সাজবেন। আর যদি অন্য কোন দল তাদের আঘাত করতে চায়, তাহলে আঘাতটা গিয়ে পড়বে কোথায়? ইসলামে? এই জিনিসটাই কম শিক্ষিত লোকজন বুঝে না।

আর জামাত সেই অশিক্ষিত লোকগুলোর সংখ্যা বাড়াতে চেষ্টা করে যাচ্ছে। শুধু মাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। নাহ! আমরা তা বিশ্বাস করি না। যে জামাতের বিরোধীতা করা মানেই ইসলামের বিরোধীতা করা। জামাত রাজনৈতিক দল।

সব রাজনৈতিক দলের লক্ষ্য ক্ষমতা। জামাতের লক্ষ্যও তাই। তারা ক্ষমতার জন্য যদি ইসলামি ঢালটা ভেঙ্গেও ফেলতে হয় তাহলে তারা তাই করবে। তবু ইসলাম নিয়েই নিজেদের অপরাধ আড়াল করবে এবং ইসলাম নিয়েই ক্ষমতায় যাবার লোভ কামনা পূর্ণ করবে। ইসলামিক সমাজ সংগঠন হবে, ইসলামি প্রচার সংগঠন হবে, সেখান থেকে বলা হবে সমাজের কল্যাণে কাজ কর।

সেটাই হওয়া উচত। ইসলাম কী রাজনীতি করার জিনিস? এখন কী বলবেন রাজনৈতিক দল সমূহের উদ্দেশ্যই যদি হয় ক্ষমতা তাহলে তো রাজনৈতিক দলই থাকা উচিৎ না। এইখানেই তো আমাদের চিন্তার সংকীর্ণতা। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল দরকার। অত্যাবশ্যক।

এবং তাদের আদর্শ যাই হোক, তাদের উদ্দেশ্য হবে সমস্ত ধর্মের লোকদের স্বাধীন ভাবে থাকার সুযোগ দেওয়া। তাদের অধিকার নিশ্চিত করা। কিন্তু একটি নির্দিষ্ট ধর্মকে গ্রহণ করে তার মহাত্ত্বকে প্রশ্নবিধ্য করা নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।