আমাদের কথা খুঁজে নিন

   

সিইএস মেলায় নজরকাড়া ডিভাইসগুলো



২০০৮ সালের সিইএস আয়োজিত হলো আমেরিকার লাস ভেগাসে। ৭-১০ জানুয়ারি চলা এ কনজিউমার ইলেকট্রনিক্স শোতে ২০ হাজার গেজেট প্রদর্শন করা হয়। এতে বিশ্বের ২ হাজার ৭০০ কম্পানি অংশগ্রহণ করে। এতে যেসব ইলেকট্রনিক্স যন্ত্র প্রদর্শন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে স্লেকার (ঝষধপশবৎ), স্মার্ট জিপিএস (ঝসধৎঃ এচঝ), ওয়্যারলেস মেমোরিজ (ডরৎবষবংং গবসড়ৎরবং), এয়ার গিটার (অরৎ এঁঃঃধৎ), ই গোজ উইম্যাক্স (ঊবব এড়বং ডরসধী), ফিল দি ফোর্স (ঋববষ ঞযব ঋড়ৎপব), এ ডি রিমুভার (অউ জবসড়াবৎ), রোবট টয় (জড়নড়ঃ ঞড়ু), বধিরদের জন্য রেডিও ফর ডেফ পিপল (জধফরড় ভড়ৎ উবধভ চবড়ঢ়ষব) এবং ওয়্যারলেস এইচডি টিভি ও মোবাইল হোম (গড়নরষব ঐড়সব)। এ যন্ত্রগুলো ছিল এ বছর সিইএস মেলার অন্যতম আকর্ষণ।

স্লেকার গান শোনা আমাদের অনেকেরই পছন্দের ব্যাপার। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো যদি আপনাকে এমন কোনো যন্ত্র দেয়া হয় যেখানে আপনি অনাবিষ্কৃত সুর খুজে পাবেন! হ্যা, আর এ ব্যাপারটিই করছে স্লেকার নামের বহনযোগ্য ডিভাইসটি। স্লেকার এক ধরনের মিডিয়া প্লেয়ার, যা আপনাকে ওয়াই-ফাই (ডর-ভর) কানেকশনের মাধ্যমে নতুন ব্যান্ডস এবং মিউজিশিয়ানদের খুজে দেবে। এটাকে ধরা হচ্ছে পৃথিবীর প্রথম ব্যক্তি মালিকানায় বহনযোগ্য রেডিও প্লেয়ার। আপনি কোন ধরনের মিউজিক পছন্দ করেন তার ওপর ভিত্তি করে গান ডাউনলোড করতে পারবেন।

প্রতিবার আপনাকে ওয়াই-ফাই হটস্পটের মধ্যে কিংবা আপনার কমপিউটারে সংযোগ দিতে হবে ডাউনলোডের জন্য। ডিভাইসটিতে ৫০০ এমবি, ১.৫ জিবি এবং ৪ জিবি ফ্লেভার রয়েছে, যা ৪০টি বিভিন্ন রেডিও স্টেশন এবং চার হাজার গান ধারণ করতে পারে। বর্তমানে যা আমেরিকার বাজারে পাওয়া যাচ্ছে এবং আশা করা হচ্ছে জানুয়ারির শেষদিকে রিলিজ পাবে। স্মার্ট জিপিএস গাড়ির জিপিএস ডিভাইসকে আরো উন্নত করে তৈরি করা হয়েছে স্মার্ট জিপিএস ডিভাইসটি। এ ডিভাইসটি গাড়ির পার্কিং স্পট, ট্রাফিক জ্যাম এড়িয়ে চলাসহ আপনাকে মুভি টাইম ডাউনলোড করতে সাহায্য করবে।

ড্যাস নেভিগেশন কম্পানি ড্যাস এক্সপ্রেস নামে এটা তৈরি করেছে। এটা ট্রাফিক সেন্সর সেন্ডিং হিসেবেও কাজ করবে, যা গাড়ির স্পিড, লোকেশন বলে দিতে পারবে স্থায়ী ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। ড্যাস হেড কোয়ার্টার থেকে প্রতি মুহূর্তে ট্রাফিকের অবস্থা জানানো হবে এবং ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য বিকল্প পথ দেখানো হবে। ডিভাইসটি ইয়াহুর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। বর্তমানে এ সার্ভিস আমেরিকাতে চালু আছে, যার জন্য প্রতি মাসে ১০ ডলার পে করতে হয়।

ওয়্যারলেস মেমোরি আই-ফাই (ঊুব-ঋর) নামক একটি কম্পানি এ ডিভাইস তৈরি করেছে। দ্রুত ছবি শেয়ার করার জন্য ওয়্যারলেস ক্যামেরার কোনো জুড়ি নেই। কিন্তু আই-ফাই এমন একটি মেমোরি কার্ড তৈরি করেছে ওয়াই-ফাইয়ের মাধ্যমে, যা আপনাকে অটোম্যাটিকালি ওয়্যারলেস ডিভাইসে পরিণত করবে। দুই জিবির এ কার্ড স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে এবং ছবি দ্রুত আপনার নির্ধারিত ফোল্ডার বা অন্য কোনো সাইটে আপলোড করতে পারবেন। ফ্লিকার, ফটোবাকেট এবং ফেসবুকের সঙ্গে যৌথভাবে তা তৈরি করা হয়েছে।

তবে ছবি পাঠানোর জন্য আপনার পিসি অবশ্যই অন থাকতে হবে। বর্তমানে তা আমেরিকার বাজারে পাওয়া যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ নাগাদ তা ইওরোপে বাজারজাত করা যাবে। রেডিও ফর ডেফ পিপল ন্যাশনাল পাবলিক রেডিওর উদ্যোগে হেরিস কর্পরেশন এবং টউসন ইউনিভার্সিটি যৌথভাবে বধিরদের জন্য এক ধরনের রেডিও তৈরি করেছে, যা এ বছরের শেষদিকে বাজারে পাওয়া যাবে। এর মাধ্যমে রেডিওতে প্রচারিত শব্দ টেক্সটে (ঞবীঃ) পরিণত হবে ওই সময়েই। বর্তমানে টেক্সটে পরিণত করার কাজটি টাইপিস্ট দ্বারা করা হলেও তা স্বয়ংক্রিয়ভাবে করার জন্য চেষ্টা চালাচ্ছে।

ওয়্যারলেস এইচডি টিভি এলসিডি টিভি ম্যানুফ্যাকচারার ওয়েস্টিন হাউস এমন একটি টিভি তৈরি করেছে যাতে বাইরে থেকে কোনো তারের সংযোগ দেয়ার দরকার হবে না। তারা দাবি করেছে, এটাই পৃথিবীর প্রথম সম্পূর্ণ তারবিহীন এইচডি টিভি। ৪৭ ইঞ্চি একটি টিভি তারা বানিয়েছে, যা সাধারণ টিভির মতো মনে হলেও তাতে ইনবিল্ট রিসিভার থাকবে। যা আলট্রা ওয়াইডব্যান্ড ট্রান্সমিটার থেকে সিগনাল নিয়ে ডিভিডি হিসেবে কাজ করবে। ব্যবসার জন্য তৈরি করা হলেও তা ব্যয়বহুল হওয়ায় বাজারে ছাড়া যাচ্ছে না।

মোবাইল হোম জাপানের পিটুপি কমপিউটিং কনসোর্টিয়াম এক ধরনের মোবাইল তৈরি করেছে যা আপনার ঘরের যন্ত্র নিয়ন্ত্রণে রিমোট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সুইচ অন-অফসহ আপনার ঘরের এসি কিংবা ওয়াশিং মেশিন নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এমনকি তা বেডরিডেন রোগী এবং হার্টের রোগীদের দূর থেকে মনিটরের জন্য ডাক্তাররা ব্যবহার করতে পারবেন। বর্তমানে তা জাপানে চালু আছে, যা এনটিটি ডকোমো (ঘঞঞ উঙঈঙগঙ) এ ওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এ বছরের শেষদিকে তারা সফটওয়্যারটি রিলিজ করবে, যা যে কেউ ব্যবহার করতে পারবেন।

রোবট টয়েজ এ বছর সিইএস মেলায় বাচ্চাদের জন্য উন্নত প্রযুক্তির খেলনা প্রদর্শন করা হবে। এর মধ্যে রোবট টয়েজ অন্যতম। ওউউই (ডড়ড়বিব) কম্পানি এবার বেশ কিছু উন্নত প্রযুক্তির রোবট তৈরি করেছে। তেমনি ডিরেকশনাল ওয়েবক্যান বের করেছে, যা যে কোনো ধরনের ওয়েব একসেসেবল ডিভাইস যেমন মোবাইল, কমপিউটার বা গেমস কনসল দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। এর নাম হচ্ছে রোভিও রোবট।

এটা তার অবস্থান ও পরিবেশ সম্পর্কে বলতে পারবে। রোবোসেপিয়ান হচ্ছে অন্য একটি রোবটের নাম, যে কৌতুক বলতে পারবে এমনকি গল্প পড়া এবং গেমস খেলতে পারে। এছাড়া বিভিন্ন প্রাণী যেমনÑ পান্ডা, পোলার বিয়ারস এবং বাঘের আকৃতিতে হেটেছে। ই গোজ উইম্যাক্স আসুসের হালকা এবং ই-পিসি গত ১২ মাস ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গত তিন মাসে তারা ৩৫০,০০০-এরও বেশি মেশিন বিক্রি করেছে।

এটা লিনাক্স অপারেটিং সিস্টেম এবং উইন্ডো এক্সপি রান করতে পারে। বর্তমানে তা ৯৯৯ ডলারে বাজারে বিক্রি করা হচ্ছে। এয়ার গিটার শূন্যে আপনি গিটার বাজাবেন আর গিটার হাওয়া থেকেই বেজে উঠবে। কেমন লাগে শুনতে? ঠিক এটিই তৈরি করেছে গিটার হিরো গেম কম্পানি। কোমরে বেল্টের একটি সেন্সর লাগানো থাকবে।

এর সামনে আপনি গিটার বাজানোর মতো করে হাত নাড়লেই বেজে উঠবে গিটার। এর আগে এটি প্লে-স্টেশনের সঙ্গে যোগ করা হলেও এবার এটি আলাদা মার্কেটিং করা হচ্ছে। ৩০ ডলারের এ খেলনা এ বছরেই বাজারে আসবে। ফিল দি ফোর্স টিএন (ঞঘ) গেমস গেমারদের জন্য একটা ওয়ারড্রব তৈরি করেছে, যা বিভিন্ন স্কিন অ্যাকশন বাস্তব জীবনে ফেলবে। প্রযুক্তির ওপর ভিত্তি করে পোশাক তৈরি করা হয়েছে যা ডাক্তাররা দূর থেকে রোগীদের পরীক্ষা করতে পারবে।

সাতার ও ওড়ার জন্যও এ রকম পোশাক তৈরি করা হয়েছে। এমনকি তারা অ্যাস্তিন, পায়ের কভার এবং হেলমেট তৈরি করেছে, যা পোশাকের সঙ্গে সংযোগের মাধ্যমে পুরো খেলার অভিজ্ঞতা শরীরে পাওয়া যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।