আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড গড়ল এবারের সিইএস

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সিইএ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এ বছরের অনুষ্ঠানটি বিগত বছরের অনুষ্ঠানগুলোর চেয়েও বড় পরিসরে আয়োজন করা হয়েছিল।
এছাড়াও এ বছরের অনুষ্ঠানটিতে ট্রান্সফর্মার্স সিনেমার পরিচালক মাইকেল বে, স্টার ট্রেকের লিভার বার্টনের মতো অনেক তারকা এবং বিখ্যাত ব্যক্তিও এসেছেন। সিইএস-এ এবারের প্রধান আকর্ষণ ছিল পরিধেয় যন্ত্র এবং ফোরকে স্মার্ট টেলিভিশন। এক কথায় বলতে গেলে, এ বছরের অনুষ্ঠানটিতে ভোক্তারা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সক্ষম এমন সব যন্ত্রই প্রদর্শিত হয়েছে।
সিইএ জানিয়েছে, এবারের অনুষ্ঠানে এক লাখ ৫০ হাজার মানুষ এসেছিলেন এবং তাদের মধ্যে ২৩ শতাংশ অর্থাৎ ৩৫ হাজার মানুষই ছিলেন যুক্তরাষ্ট্রের বাইরের দেশের নাগরিক।
সিইএ-এর প্রেসিডেন্ট গ্যারি শাপিরো এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ কোনো না কোনোভাবে সিইএসের সঙ্গে সংযুক্ত ছিলেন। এ বিষয়টি থেকে বুঝা যায় সিইএস এখন শুধু আলোচ্য বিষয়ই নয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়েও পরিণত হচ্ছে-- প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
এ প্রসঙ্গে শাপিরো জানিয়েছেন, এবার বাঁকানো এবং নমনীয় আল্ট্রা এইচডি টিভি থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের স্মার্টফোন, ড্রোন, রোবট, সেন্সর, সব কিছুতে ইন্টারনেট, সংযুক্ত গাড়ি এবং থ্রিডি প্রিন্টার সবকিছু্ই ছিল। দেখে মনে হয়েছে, শুধু অনুপস্থিত ছিল টাইম-ট্রাভেল মেশিন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.