আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়া প্রবাসি কবি সৈয়দ কায় খসরু'র '' বিবর্ণ প্রবাস'' কবিতার বইটি আজ এসেছে বই মেলায় ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

প্রথম কবিতাটি এইখনে বন্ধু খসরুর বিবর্ণ প্রবাস বইয়ের আরেকটি কবিতা জাগো জনতা ............................................................. জাগো জনতা ,তোলো হস্ত,কষে ধরো শমসের রুখো বেদুইন রুখো রাজাকার রুখো আলবদর ক্রন্তিকালে আপনাকে লয়ে ধেয়ে চলো সম্মুখ পানে শুধু তুমি নও পরম বিধাতা রইবে তোমার সনে । লাখো জনতার রণ কলরবে নিজেকে কর সমর্পন চেয়ে দেখার নেই সময় এখন রুখে দাড়াবার ক্ষন লাখো শহীদের রক্তে বয়ে গেছে পায়রার ন্যায় স্রোত সেই স্রোতে ওরা স্নান করেছে সাথে লয়ে পাক দোসর । লাখো মা-বোনের ইজ্জত নিয়ে খেলেছিল সেই খেলা সেই থেকে কেউ বলেনি কিছু শুধু বেড়েই চলেছে বেলা তাই আজ মোরা হাতে রেখে হাত করবো নতুনপণ যায় জান যাবে তবু বেঁচে রবে সোনার বাংলার মান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.