আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষার কোরিয়া...।

নতুন আলোয় সবাইকে আমন্তন..........

আসসালামু আলাইকুম। এবারের গল্প আমার দক্ষিণ কোরিয়া আসার গল্প। কোরিয়াতে এক বড় ভাইয়ের একটা মজার ঘটনা দিয়ে শুরু করি।
কোরিয়ান ভাষায় " খাঁ " অর্থ Go বা যাওয়া। তিনি কাজ করতেন খিমছির কারখানায়।

খিমছি কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ও কমন খাবার গুলোর মধ্যে একটা।
খিমছির ছবি।
তো বড় ভাই, কাজ ভালো পারতো না। সে জন্য তার বস তাকে বলত " খাঁ " খাঁ", তো প্রথম প্রথম তিনি এটা শুনে খিমছি খেয়ে ফেলতো। তার বস আরও বেশি করে " খাঁ " বললে তিনি আরও তাড়াতাড়ি খেতেন।



কোরিয়া তে আমরা যারা শ্রমিক হিসেবে এসেছি বৈধ ভাবে, সবাই বাংলাদেশের সরকারী প্রতিষ্ঠান "বোয়েসেল " এর মাধ্যমে এসেছি। কোরিয়া আসার জন্য আপনার শুধু প্রয়োজন ভাষার উপর দক্ষতা ও সঠিক কাগজ-পত্র। এবং সকল কিছুর আপডেট পাওয়া যায় বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে। বোয়েসেল লিঙ্ক, বোয়েসেল
বেশ লম্বা একটা সময় প্রতীক্ষা ও প্রক্রিয়ার পর, সবাই কোরিয়া তে আসে। ২০১১ থেকে শুরু করি কোরিয়ার ভাষা শিক্ষা।

আর আমি কোরিয়া তে পা দেই ২০১৩ ডিসেম্বরের ২৫ তারিখে এক হার কাঁপানো শীতের ভোরে। মাইনাস তাপমাত্রা কি জিনিস সেদিন প্রথম বুঝেছি। যা হোক,
ভাষা বিভিন্ন ভাবে শেখা যায়, আমার মনে হয়, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এ বেসিক ভাষার কোর্স টা সবচেয়ে ভালো। লিঙ্ক এখানে
আজ কে আর সময় পেলাম না আজ এ পর্যন্তই। আরেক কিস্তিতে আবার লিখব।

চাইনিজ নববর্ষের ছুটি আমাদের এখানে চলছে। তাই বের হতে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।