আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকের মৃত দেহটি.....

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

তুমি নিজেকে মনুষ্য বল কেননা তুমি বিত্তবান তোমার আছে আলিশান পান্থশালা আছে বিলাসবহুল গাড়ি কেননা তুমি ফ্যাশন সচেতন তোমার আছে আলমারি ভর্তি শয্যাবস্থের সমাহার । কিন্তু, কখনো ভেবেছ কি তোমার গৃহের বাইরেও আছে আরেকটি জগত আছে আসমানিরা যারা বাস করে ফুটপাতে কিংবা কমলাপুর স্টেশনে শরীরে যাদের এক টুকরো ছেঁড়া কাপড় । তোমার আছে আকাশছোঁয়ার রঙ্গিন স্বপ্ন, ওদের কাছে বেঁচে থাকাটাই স্বপ্নের মত । ওরা যখন আর্তনাদ করে অনাহারে বইয়ের পৃষ্টায় আটকে থাকে তোমার কাগুজে সভ্যতা, ওদের নোংরা টুকরো কাপড়ের কাছে পরাজিত আজ তোমার মনুষ্যত্ব । শীত ঠকঠক রাত্তিতে, নরম লেপে তুমি ঘুমাও আরাম করে, কিনতু ওদের মিলেনা একটি ছেঁড়া কাঁথাও ভয়ানক শীতের তীব্র কম্পনে ওরা ঢুকরে কাঁদে, ওদের ক্রন্দন শুনে লজ্জায় মুখ লুকায় তোমার মূল্যবোধ নিস্তেজ হয়ে পড়ে থাকে তোমার বিবেকের মৃত দেহটি । সময়কাল: ০৫/১২/০৭ (কবিতার ইতিহাস: পরীক্ষার দু'দিন আগে কোন একটি নিউজপেপারের একটি ছবিতে চোখ আটকে গেলো...নিচে লেখা ছিলো 'ভয়ানক শীতে কাঁপছে একটি শিশু', তখন কবিতা লেখা ছাড়া কিছু করার ছিলোনা...শুধু চোখ ভিজিয়েছি জলে; আসমানি শব্দটি ধার করেছি কবি জসীম উদ্‌দীনের 'আসমানি' কবিতা হতে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।