আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়া প্রবাসি কবি সৈয়দ কায় খসরু'র ''বিবর্ণ প্রবাস'' বইটি ২১শে বই মেলায় আসছে কাল ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

বন্ধু সৈয়দ কায় খসরু'র কবিতার বইয়ের একটি কবিতা আজ আপনাদের জন্য... বিবর্ণ প্রবাস ......................। প্রবাস আজ করিয়াছে হরণ সুখের স্বপ্ন গুলি; দিন মাস সাল গুজারিয়া যায় দিন যে গুনেই চলি । কত পথ আরও দিতে হবে পাড়ি এই আমি নাই জানি; ভাগ্য বিধাতা দেখবো কবে সোনা মায়ের মুখ খানি । নয়নে অবিরাম বৃষ্টি ঝরে শ্রবন দিনের মত; না বলা কষ্ট বুকের ভিতর বাড়ছেই অবিরত । যে ছিল আমার অতি আপন সে ও যেন আজ পর; অভিমান আর অভিযোগ রেখে ভেঙ্গেছে স্বপ্ন ঘর । আমার দুয়ারে দুঃখ ভর করে সুখ নাহি আর আসে ; এভাবেই বুঝি কাটে দিন আছে যারা পরবাসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.