আমাদের কথা খুঁজে নিন

   

পিতা



পিতা ==== ( সদ্য পিতা হলেন পিয়াল ও এস্কিমো / দুই প্রিয় ব্লগার কে) ---------------------------------------------------------------- শব্দের সন্ধানে হেঁটে যান প্রিয় পিতামহ তাঁদের পায়ের ছাপে ভেসে যায় কাল বৃন্দাবন আমিও খুঁড়েছি কতো শিলাবুকে সমান দহন দেখেছি ঋতুর বীজে সূর্যের সবুজ বিগ্রহ। জ্বলে উঠে এই ভূমে দাঁড়িয়েছি আরো বহুবার কবির আকাশ থাকে স্মৃতিময় নিজ করতলে ডাক দিলে কাছে আসে যদি কোনো মহান সকালে তবেই নমিত সুখে সাথী হয় প্রেমের আঁধার। প্রজন্ম প্রভায় তাই আমরাও বুনি কিছু বীজ রেখে যাই দায়দেনা হাতে হাতে,নীল জলছাপে এবং কিনার ঘেঁষে বয়ে যাওয়া নদীর আলাপে উষ্ণ আমিষ থেকে জমে উঠা হলুদ খনিজ। সবশেষে মিশে যাই অনাগত পথের নয়নে এ কথা সবাই জানি আয়ু ফিরে গ্রহের বয়নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।