আমাদের কথা খুঁজে নিন

   

পিতা

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

পিতা, আজ তোমাকে নিয়ে কোন স্মৃতিকথা লিখবোনা আমি প্রশংসা-স্তুতি গাওয়ার কোন ইচ্ছে আমার নেই অভিধান খুঁজে অনন্যসাধারণ সব উপমা নিয়ে তোমার চরিত্রকে মহীয়ান করার চেষ্টাও আমি করবো না। আজ তোমাকে নিয়ে ভালোবাসার পংক্তিমালা আমি রচনা করবোনা, কোন শোকগাঁথা ও আমি লিখবোনা। শুধু বলবো--- পিতা, জনক আমার, আরো কিছুদিন এই ধরিত্রীতে তোমার উপস্থিতির প্রয়োজন ছিলো; তোমার সন্তানদের জন্য, তোমার প্রিয়তমা স্ত্রীর জন্যে এবং তোমার আশীর্বাদপুষ্ট মানুষদের জন্যে আরো কিছুদিন তোমার প্রয়োজন ছিলো... ৮.৭.১৯৯৭ (এটি একান্তই ব্যক্তিগত লেখা। বাবার মৃত্যুর পর লেখা হয়েছিলো। মাসখানেক আগে ফোনে কথা হচ্ছিলো কলেজ জীবনের বন্ধু তানিয়ার সাথে।

এই লেখাটার কথা জিজ্ঞেস করলো। লেখাটার কথা এখনো তার মনে আছে জেনে খুব অবাক হয়েছিলাম । সুযোগ হলে সে আমার ব্লগ পড়ে। বললো ব্লগে দিয়ে দিতে। এই সুযোগে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে রাখলাম।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।