আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান রীতি-৭ (

ইমরোজ

প্রতিদিন এমন সময় বানান নিয়ে উপস্থিত হওয়াটা আপনাদের কেমন লাগে তা আমার জানা নেই। ব্লগ ভাষা চর্চার স্থান, আমি এখানে অন্তরায় হয়ে দাড়াতে ইচ্ছুক নই, বরং পথ দেখাতে চাই, আমাদের প্রাণের চেয়ে প্রিয় এই ভাষাটির স্বচ্ছ সুন্দর ব্যবহারের জন্য। যদি একান্তই এইসব পাগলামি শিক্ষামূলক মনে হয় তবে গ্রহণ না করাই ভাল। মহাখালি বাসস্ট্যান্ডের এক বাসে লেখা দেখলাম সৌখিন পরিবহন। কিন্তু ঠিক তার আগের দিনই মনে পড়ছে অভিধানে শৌখিন বানানটা দেখেছিলাম।

তাই বুঝলাম আরেকটি যথেচ্ছ ব্যবহার চোখে পড়লো। অর্থ পার্থক্য নিম্নে দেখানো হলোঃ শৌখিন- ১ সখপূর্ণ; বিলাসী; বিলাসযুক্ত। ২ রুচিসম্পন্ন। ৩ মনোহর; মনোজ্ঞ। ৪ সখ আছে এমন।

যেমন, তিনি অনেক শৌখিন মানুষ ছিলেন। শৌখিন লোকেরা বেশি টাকা খরচ করে থাকেন। আরেকটি বনান প্রায়ই চোখে পড়ে। তবে ভুলটা নয় সঠিকটাই চোখে পড়ে। আর তা হলো কান্তা।

এই শব্দটির মানে বের করতে গিয়ে আবিষ্কার করলাম কান্তার নামেও আরেকটি শব্দ আছে। কান্তার শব্দটির ব্যবহার নেই তেমন। অর্থ পার্থক্য নিম্নে দেখানো হলোঃ কান্তা- ১ পত্নী; ভার্য্যা; স্ত্রী। ২ প্রিয়া; প্রণয়িনী। কান্তার- নিবিড় বন; গহীন জঙ্গল।

যেমন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার। (সুত্রঃ বাংলা একাডেমি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.