আমাদের কথা খুঁজে নিন

   

একটা নতুন জিনিস জানলাম

আমার নতুন বিভাগটি দেখুন ডানদিকে

আমরা সবাই শিখেছি যে, আধুনিক গণতন্ত্রের জন্ম হয় প্রাচীন গ্রীসে। বলা হয় গ্রীক নগর-রাষ্ট্র ও তদের নিজস্ব সংসদের ধারণাগুলিই পরবর্তীতে ইওরোপে ছড়িয়ে পড়ে। যে সমস্ত দেশ ঔপনিবেশিকতার শিকার হয়েছে, তাদের অতীত থেকে প্রায় কিছুই জানা যায় না। আজকে একটি সেমিনারে শুনলাম , সাম্প্রতিককালে জানা যাচ্ছে যে প্রাচীন ভারতবর্ষে [বৈদিক যুগে] বঙ্গ অঞ্চলে নাকি একরকম সংসদ প্রথা চালু ছিল। রাজধানির চারপাশের গ্রামগুলিকে নিয়ে এক একটি শাসন এলাকা ছিলো। উচ্চকক্ষে থাকতেন মুরুব্বিরা, একে বলা হত 'সভা' এবং নিম্নকক্ষে জমায়েত হত সাধারণ জনগণ, একে বলা হত 'সমিতি। বলা হত, সভা-সমতি হচ্ছে প্রজাপতির [অর্থাৎ প্রজার অধিপতি] দুই মেয়ে। শব্দদুটি সম্ভবত ওখান থেকেই এসেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.