আমাদের কথা খুঁজে নিন

   

হাদীসের শিক্ষা ৩

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

যে হাদীসগুলোর শিক্ষা লিখছি সেগুলো এই লিংকে হাদীসের শিক্ষা ১ এই লিংকে হাদীসের শিক্ষা ২ এই লিংকে হাদীসঃ তোমাদের মাঝে সেই ব্যাক্তিই উৎকৃষ্ট, যে নিজে কুরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে।

শিক্ষাঃ কুরআন মাজীদ মহান আল্লাহর কালাম। এটি সকল জ্ঞান-বিজ্ঞান ও হাদিয়াতের উৎস। এটি মানবজাতির সঠিক পথ প্রদর্শক এবং মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণের ধারক ও বাহক। করআন পাকের এ অমূল্য সম্পদরাজি আহরণের জন্য তা শিখতে হবে এবং জানতে হবে। এ হাদীসে কুরআনের শিক্ষার্থীকে অন্যসব শিক্ষার্থীর তুলনায় অধিক মর্যাদার অধিকারী বলে উল্লেখ করা হয়েছে।

কারণ, তিনি এমন একটি গ্রন্থের জ্ঞান লাভে ব্রতী হয়েছেন, যাতে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই। এ গ্রন্থ তাঁর চরিত্র উন্নত করবে, লোভ-লালসা, হিংসা-দ্বেষ এবং পাশবিক আচরণ থেকে মু্ক্ত করবে। গরিব, দুঃখী ও সহায় সম্বলহারাদের প্রতি তাঁকে দরদী করে তোলবে। সমাজের অন্যায় অত্যাচার দূর করার সংগ্রামে তাঁকে উদ্বুদ্ধ করবে। অনুরূপভাবে যিনি কুরআনের শিক্ষা দানে নিজেকে নিয়োজিত করেন, তিনি সমাজের শ্রেষ্ঠ শিক্ষক।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কুরআনের শিক্ষা অধঃপতনের অতল তলে নিমজ্জিত একটি জাতিকে সমুন্নত করেছে, জাহিলিয়াতের অন্ধকার থেকে তুলে এনে তাঁদের জ্ঞানের আলোতে উদ্ভাসিত করেছে। তাঁরা এক সময় জগতের শিক্ষাগুরুর আসন লাভ করেছিলেন। কুরআনের জ্ঞানেই এক দিন ইউরোপের অন্ধকার বিদূরিত হয়েছে। মুসলিম সমাজ কুরআন মাজীদের অধ্যয়ন, অধ্যাপনা ও গবেষণায় আত্মনিয়োগ করে নিজেদের জীবনে তার শিক্ষাকে বাস্তবায়িত করলে আজও তাঁরা বিশ্বসমাজে শ্রেষ্ঠত্ব লাভ করবেন। কাজেই আমরা কুরআন শিখব এবং তা শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত থাকবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.