আমাদের কথা খুঁজে নিন

   

হাদীসের শিক্ষা ২

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

হাদীসের শিক্ষা ১ এই লিংকে হাদীসঃ ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, মুহাম্মদ (স) আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল এবং সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হাজ্জ করা এবং রমযান মাসের রোযা রাখা। শিক্ষাঃ এ হাদীসে মহানবী (স) ইসলামের মূল বুনিয়াদগুলো উল্লেখ করেছেন। এ পাঁচটি বস্তুর সমন্বয় না ঘটলে ইসলাম পূর্ণতা লাভ করে না। এ পাঁচটি ভিত্তির মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান অন্যতম। হাদীসে ইসলামকে পাঁচটি খুঁটি দ্বারা নির্মিত একটি তাঁবুর সাথে উপমা দেওয়া হয়েছে।

তাঁবুর মধ্যস্থিত খুঁটিটি অতীব গুরুত্বপূর্ণ। আর এটিই হচ্ছে আল্লাহ ও রাসূলের প্রতি ইমান। তাঁবুর অন্য স্তম্ভগুলোও অত্যাবশ্যক। সবগুলো স্তম্ভ বর্তমান থাকলে একটি তাঁবু বহাল থাকে। একটির অভাবে অন্যটি ভূলুণ্ঠিত হয়।

আর মধ্যস্থিত খুঁটির অভাবে পুরো তাবুটিই ভেঙ্গে পড়ে। কাজেই পূর্ণ মুসলিম হতে হলে প্রত্যেক ব্যক্তির মধ্যে এ পাঁচটি ভিত্তির সমন্বয় প্রয়োজন। এ হাদীসে সালাত ও সাওমের উল্লেখ করে দৈহিক সকল প্রকার ইবাদাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর সালাত এমন একটি ইবাদাত যা মানুষকে সকল প্রকার অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সালাত দ্বীনের খুঁটি।

সাওম এমন একটি দৈহিক ইবাদাত যা একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশের জন্যেই হয়ে থাকে, এতে রিয়ার কোন সম্ভাবনা থাকে না। যাকাতের উল্লেখ দ্বারা এখানে এমন সব ধরণের ইবাদাতকে বোঝানো হয়েছে যা মানুষ অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর হুকুম পালন করে এবং এর দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং হাজ্জের দ্বারা এমন ইবাদাতের উল্লেখ করা হয়েছে যা শারীরিক ও আর্থিক সক্ষমতার মাধ্যমে সম্ভব হয়। কাজেই আমাদের মুখ, দেহ এবং অর্থ-সম্পদের মাধ্যমে আল্লাহ তায়ালার সকল প্রকার কৃতজ্ঞতা আদায় করা অত্যাবশ্যক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.