আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের একজন বেগম রোকেয়ার মর্ম বোঝা!

ইমরোজ

বেগম রোকেয়া। বাংলার ইতিহাসের এক অবিস্মরনণীয় নাম। তিনি পর্দা প্রথা থেকে উত্তরণ করে বাংলার মেয়েদেরকে, ছেলেদের সমমানের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। গার্লস স্কুল করেছেন। প্রবন্ধ লিখেছেন যখন কোন মহিলার সাহসও ছিলো না লেখালেখি করার।

একা হাতে সমাজ পরিবর্তনের যে গুরু দ্বায়িত্ব তিনি নিয়েছিলেন তা বিরল। যদিও তৎকালীন বৃটিশ সরকার তাঁকে কোন সম্মাননা অথবা স্বীকৃতি কিছুই দেয় নাই। তিনি তো আর স্বার্থের জন্য কাজ করেননি। করলে হয়তো অনেক কিছুই পেতেন। বেগম রোকেয়াকে মনে করতে আমরা কি যাই? আমরা কী তাঁকে সঠিক মূল্যায়ন কখনও করেছি? রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মেছিলেন তিনি ১৮৮০ সালে।

১৯৩২ সালে মৃত্যুবরণ করেন। বাংলার নারী আন্দোলনের পথিকৃত তিনি। ১২ই ডিসেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী যেন এমনি করেই চলে যায়, অথচ কোন আনুষ্ঠানিকতা থাকে না, থাকে না সরকারী কোন আলোচনা সভা। ১৯৯৭ সালে তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়ার স্মরণে "রোকেয়া স্মৃতিকেন্দ্র" এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন রংপুরে। সেটার কাজ আওয়ামীলীগের আমলে শেষও হয়।

বাংলা একাডেমির হাতে এই কেন্দ্রের দ্বায়িত্বভার পরে অথচ তাদের অবহেলায় গত ১৫ জানুয়ারি বন্ধ করে দিতে হলো রোকেয়া স্মৃতি কেন্দ্রটি। আওয়ামীলীগ সরকারের আমলের শেষের দিকে চালুকৃত সেন্টারটি মাত্র ৮ মাস ঠিক ভাবে চলার পর স্থবির হয়ে পরে। বাংলা একাডেমির গাফেলতি চলতে থাকে কেন্দ্রটিকে ঘিরে। অপর দিকে চলতে থাকে কেন্দ্রটি নিয়ে কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতি। এই আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা একজন মহান নারী আন্দোলনকারীর প্রতি।

তাঁর শক্ত লেখনি বোঝার মত বুদ্ধি তো আমাদের নাই, তাঁর জীবনের মূল্যও আমরা দিতে পারি নাই। এইজন্য নিজেকে নিয়ে লজ্জিত হতে হয় আজকে। যখন দেখি দেশের তথাকথিত নারী আন্দোলনকারীরা নির্বিকার বসে আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.