আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দেখা মুক্তিযুদ্ধ : Mujib's Secret Trial

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দমাবার জন্য পাক বাহিনীর নির্বিচার রক্তপাত যখন বাংলার মানুষের স্বাধীনতার অদম্য আকাংখাকে দমাতে পারলোনা তখন পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী পাকিস্তানে সামরিক আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচারের নামে প্রহসন শুরু করে। প্রাসঙ্গিক ব্যাপারগুলিকে সামনে নিয়ে আসে টাইম ম্যাগাজিনের ২৩ আগষ্ট ১৯৭১ এ Mujib's Secret Trial শীর্ষক রিপোর্টটি। বঙ্গবন্ধুর বিচারের প্রক্রিয়াটি যে বাংলাদেশের মানুষের প্রতিরোধকে আরো তীব্রতর করবে সেই সহজ সত্যটিকে টাইম তুলে ধরে এভাবে "Our people will react violently to this," a member of the Bengali liberation underground whispered to TIME Correspondent David Greenway in Dacca last week. The warning proved all too true. Sheik Mujibur ("Mujib") Rahman, 51, fiery leader of East Pakistan and the man who may hold the key to ending the bloody five-month-old civil war, had just gone on trial for his life before a secret military court in West Pakistan, more than 1,500 miles away. Late that same afternoon, a bomb exploded in the lobby of Dacca's Intercontinental Hotel. The timing of the bombing tends to confirm that Mujib's trial will further stiffen Bengali resistance to the occupying West Pakistani army. If there are any chances of a political settlement —and they seem almost nonexistent—imposition of the death penalty could dash them. প্রহসনের এ বিচারের পূর্বনির্ধারিত শাস্তির ব্যাপারটি টাইম স্পষ্ট করে উল্লেখ করে তাদের রিপোর্টে তবে এই পুরো প্রক্রিয়ায় ইয়াহিয়া সরকারের মরিয়া ব্যাপারটিকেই তুলে ধরে । There is little doubt that Mujib will be convicted of the undefined charges of "waging war against Pakistan and other offenses." When he was arrested last March 26, hours after the army crackdown, Yahya publicly branded him a traitor and hinted that he "might not live." Observed one Western diplomat last week: "You know how hot the Punjabi plains are this time of year. You might say Mujib has a snowball's chance of acquittal." Though everything about the trial is shrouded in secrecy, it was learned last week that the proceedings are being held in a new, one-story red-brick jail in the textile city of Lyallpur, 150 miles south of Rawalpindi. Islamabad sources claim that the strict secrecy is necessary to prevent Bengali rebels from trying to rescue Mujib. More likely it is because Yahya is unwilling to give Mujib a public platform. পূর্ব-পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের বিভিন্ন ধাপে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, তার বিরুদ্ধে পরিচালনা করা অন্যান্য মামলা নিয়েও আলোকপাত করা হয়েছে রিপোর্টটিতে। তবে রিপোর্ট যেই ব্যাপারটিকে নিয়ে এবং রিপোর্টের শেষে টাইম যেভাবে conclusion টানার চেষ্টা করেছে সেটি নিয়ে বিতর্ক আছে । বঙ্গবন্ধু স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতা চেয়েছিলেন নাকি শুধুমাত্রই স্বায়ত্তশাসনে সন্তষ্ট ছিলেন, এই ব্যাপারটি মুক্তিযুদ্ধের সময়কালে একটি আলোচনার বিষয় ছিল । তবে মুক্তিযুদ্ধের বাস্তবতা সেই আলোচনাকে অপ্রাসঙ্গিক করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলার স্বাধীনতা আন্দোলনের কন্ঠস্বরে পরিণত করে। Though Mujib is accused of advocating secession for East Pakistan, the fact is that he did not want a total split-up of Pakistan and never declared independence until it was done in his name after the bloodbath began. To keep his young militants in line, he spoke of "emancipation" and "freedom." "But there is no question of secession," Mujib often said. "We only want our due share. Besides, East Pakistanis are in a majority, and it is ridiculous to think that the majority would secede from the minority." টাইম এর মুল রিপোর্টটি পাবেন এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.