আমাদের কথা খুঁজে নিন

   

জলিল আর গেটস !!!!!



জলিল যুক্তরাষ্ট্রর মাইক্রোসফট এ একটি পদের জন্য তার সিভি পাঠিয়েছিল। কিছু দিন পর তার একটি রিপ্লাই পায় । সেখানে লেখা– Dear Mr. Jalil , You do not meet our requirements. Please do not send any further correspondence. No phone call shall be entertained or welcomed. Thanks. Bill Gates. জলিল চিঠি পেতেই খুবি খুশি এবং এক্সাইটেড হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে কিছু সংবাদ কর্মী , টেলিভিশন ও রেডিওর টক শো টিম কে ডেকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়জন করে ফেললেন । এবং বল্লেনঃ বন্ধুগন , আপনারা জেনে খুশি হবেন যে আমি অ্যামেরিকাতে মাইক্রোসফট এ চাকুরি পেয়েছি।

সবাই খুবি অবাক হল। সে বলতে লাগলোঃ এখন আমি আপনাদের সবাইকে আমার এপওয়েন্টমেন্ট লেটার পড়ে শোনাবো। কিন্তু লেটার টা ইংরেজিতে তাই সাথে সাথে বাংলায় ট্রানসেলেট করে শোনাবো। গত বারের মত টাইপের বিভ্রান্তি এড়ানোর জন্য । Dear Mr. Jalil , প্রিয় জলিল- ভাইয়া ।

You do not meet: আপনি তো কখনো দেখাই করেন না। Our requirement please আমাদের খুবি দরকার প্লিজ . do not send any further correspondence: আর কোন চিঠি পাঠানোর দরকার নাই । No phone call: ফোন করার ও কোন দরকার নাই । shall be entertained: অনেক আতিথ্য করা হইবে- welcome: ভাল ভাবে আসুন । Thanks: অনেক ধন্যবাদ ।

Bill Gates: বিল গেটস ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।