আমাদের কথা খুঁজে নিন

   

জলিল সমাচার!

অসীম এই মহাবিশ্ব কে জানতে চাই, শুনতে চাই অন্য ভূবনের গান...... জলিল বেটা নিজের টাকায় সিনেমা বানায়, যা খুশি বলুক যা ইচ্ছা করুক তাতে বাঙালির এত চুলকানি কেন? ভালো কে ভালো আর খারাপ কে খারাপ বলার অধিকার সবার আছে, তাই বলে কেউ ফ্যামিলি নিয়ে খেতে গেলে তাকে tease করার অধিকার কারো নেই। দেশে তো খারাপ মানুষ কম নাই, কই তাদের নিয়ে তো কাউকে কথা বলতে দেখিনা। জলিল মিয়া কি এমন খারাপ কাজ করলে যে বাঙালির জাত যায় যায় অবস্থা? জলিল যে বাংলা সিনেমায় নতুন এক dimension নিয়ে আসছে একথা অস্শিকার করার উপায় আছে? আসলে আমাদের অবস্থা হলো "যারে দেখতে না পারি তার চলন বাকা"l এধরনের মানসিকতা পরিহার করা উচিত। আর বাঙালি কখনই নতুন কেউ ও নতুন কিছুর পুজারী না। রিয়াজ, ফেরদৌস কে মানুষ সমালোচনা করেনা কারণ তারা গতানুগতিক কাজে অভ্ভস্ত, বাঙালির চোখে অতটা পরেনা। জলিল মিয়া যা করতে করছে তা একেবারেই নতুন আমাদের দেশের প্রেক্ষাপটে তাই বাঙালির হজম করতে একটু সমসসা হচ্ছে বলে আমার ধারণা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।