আমাদের কথা খুঁজে নিন

   

নুরা ভাইয়ের অসীম দয়া, চুশমা তাহার বড়ই পয়া।

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

(মহাত্মা নুরা ভাই সম্বন্ধীয় সকল লেখা পাঠ করিবার পূর্বে সর্ব অঙ্গ ধৌত করিয়া "নুরা বন্দনা" পাঠ করিতে হইবে) নুরা বন্দনা জয় জয় নুরা ভাই তব জয় হোক তুমি হইলা মহা জ্ঞানী বড় মান্য লোক। । তব ডড়ে বাঘ-ছাগ সাথে জল খায় চুশমা খুলিলে পড়ে কিযে হবে হায়। । শত্রু নাই মিত্র সবই দেশ আর বিদেশ ইরানিরাও তোমারে ভালবাসে বেশ।

। তোমার হাতের কাজে আছে ভারী যশ তোমার মুখের কথায় বেজী হয় বশ। । তুমি হইলা মহাকবি কৌতূক অন্ত প্রান রসময় গুপ্ত করে তব গুণ গান। ।

জয় জয় নুরা ভাই তব জয় হোক তুমি হইলা মহা জ্ঞানী বড় মান্য লোক। । -বৎস, নিদ্রা ত্যাগ করো আমি আসিয়াছি। -গরুদেব এই সময় আপনি! -আমার কোন সময় নাই সব সময়েই আমি। আমার কথা মন দিয়া শোনো, আমার জীবনাধিক প্রিয়তম জিনিস খানি আমি তোমায় দিতে আসিয়াছি।

ইহা চক্ষে ধারন করো। -যথা আজ্ঞা গরুদেব। গরুদেব এ কোন আলো দেখিতেছি! সহস্র সূর্যের তেজের সমান! চারিদিক আলোর বন্যায় উদ্ভাসিত। সকল অন্ধকার গলি আলোর বন্যায় ভাসিয়া যাইতেছে। চক্ষু বন্ধ করিলেও সকলই দেখিতে পাইতেছি।

কোন গুহায় বেজীরা লুকাইয়াছে, রসময় গুপ্ত সমগ্র কাহার বিছানার তলায় সকলই আমার অনায়াস দৃষ্টিগোচর হইতেছে। এ কোন আলো গরুদেব! ইহার তেজ আমি সহ্য করিতে পারিব না। -বৎস, ইহাই "থটফুল লাইট"। -আমিতো সহ্য করিতে পারিতেছি না। -কষ্ট হইবে প্রথম প্রথম তবে সহ্য করিতে হইবে।

যদি পারো তবে জগৎ এর গোপন রহস্য সমূহ উদ্ঘাটন করিতে পারিবে। পাইবে অনাবিল আনন্দ, সুখ। আমারও কষ্ট হইয়াছিল একবার, দেখো নাই খুলিয়া রাখিয়াছিলাম! একদিনও থাকিতে পারিনাই। কিছু না দেখিলে কি সুখ আছে! -আপনার অসীম কৃপা আমার উপরেই বর্ষিত হইল গরুদেব! আমি কি ইহার সন্মান রক্ষা করিতে পারিব? তাহা হইলে আপনি কি পরিবেন? -তর্ক করিও না। যাহা ভালো বুঝিয়াছি, করিয়াছি।

তুমিই ইহার আপাত অধীশ্বর। আমি কঠোর সাধনা করিতে ইরানের মরুভুমিতে যাইতেছি। ফিরিয়া আসিলে ফেরৎ দিও। আর শোনো, কোথাও বেশী দিনের জন্য গমন করিলে ইহা "নুরানি চশমিস ফ্যান কেলাব"এর ভল্টে তালা মারিয়া রাখিও। অপাত্রে ইহা কদাপি দান করিও না।

সহ্য করিতে পারিবে না। -যথা আজ্ঞা গরুদেব। -আমার যাওয়ার সময় হইয়াছে। মাঝে মাঝে অন্যরুপে আমায় দেখিতে পাইবে তবে মনে হয় চিনিতে পারিবে না। ভাল রাখিও ভাল থাকিও।

বেশী দেখিয়া শরীর খারাপ করিও না। আমার কয়েকবার হইয়াছিল। বিদায়। -গরুদেব...... গরুদেব...... (নুরা ভাইয়ের সহিত ইহাই আমার শেষ কথোপকথন। যে দায়ীত্ব উনি আমায় দিয়া গিয়াছেন তাহা যেন পালন করিতে পারি প্রার্থনা করিবেন।

) নোট: নুরানী চশমিস ফ্যান কেলাবের পক্ষ থেইকা জনস্বার্থে প্রচারিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.