আমাদের কথা খুঁজে নিন

   

সাভারের ক্ষতিগ্রস্তদের পাশে বন মন্ত্রণালয়

সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ তাঁর এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের এক দিনের বেতন দেবেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে বনমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নবম তলা রানা প্লাজা ভবনটি ধসে পড়ে।

এতে সাড়ে তিন শতাধিক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।
মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে মার্কিন সহায়তা: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর জন্য ৩৬ কোটি টাকা অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রকল্পের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।
মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন পরিচালক রিচার্ড গ্রিন আজ সকালে সচিবালয়ে বনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে এ সহায়তা দেওয়ার কথা জানান।

তিন বছরমেয়াদি এই প্রকল্পের আর্থিক সহায়তা চুক্তি আগামী মে মাসে সই হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।