আমাদের কথা খুঁজে নিন

   

সাভারের আবেদন, সাভারের আপডেট।

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... Iresh Zaker সবার অসাধারণ উদারতার কারনে আজ আমরা সাভারে তিন ট্রাক এবং ৬ মাইক্রবাস ভর্তি ত্রাণ পাঠাতে পেরেছি। সবাইকে ের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আজ রাতে আমরা আর ত্রাণ গ্রহণ করব না। কালকে সকাল ৮ঃ৩০ থেকে আবার। যে জিনিসগুলা সারাদিন লাগবেঃ ওষুধ, স্যালাইন, কাটার (heavy cutter), হাতুড়ি, গ্লাভস (ভারি এবং হালকা), air-freshener, mask, oxygen cylinder (light), শুকনো খাবার (কেক বিস্কুট চিরা মুড়ি ইত্যাদি), heavy screwdriver সন্ধ্যার দিকে টর্চ অথবা চার্জ লাইট বিশেষ ভাবে প্রয়োজন হয় (েগুলার সাথে ব্যাটারি এবং চারজার দিতে হবে)। বিশেষ জরুরি ওষুধের তালিকাঃ Suture: proline - 2/0; 3/0; 1/0 vicryl - 2/0; 3/0; no.1 Drugs (all injectable): Rolac (ketrolac) PPI (antiulcerant) Ceftriaxone Cefuroxime আপনাদের ত্রাণ দ্রব্য পাঠিয়ে দিতে পারেন Asiatic Center House 63, Road 7b, Block H, Banani, এই ঠিকানায়। কোন প্রশ্ন থাকলে ফোন করতে পারেন 01779012817 নম্বরে। Bkash এর মাধ্যমে অর্থ পাঠাতে চাইলে ০১৭১৩৪৮৬৬৯৩ নাম্বার এ পাঠাতে পারেন। Bkash এ পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে, রেফেরেন্স ফিল্ড এ savar লিখতে হবে, কাউন্টার ফিল্ড এ 0।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।