আমাদের কথা খুঁজে নিন

   

চলমান রাজাকারমুক্ত ব্লগ আন্দোলনঃ আমার দুটি দাবি

আমি আপনাদের গান শুনাবো

চলমান স্বাধীনতার বিপক্ষ শক্তি বিরোধী আন্দোলনকে বিভ্রান্ত করে রাজাকার মানসিকতার লোকজনদের সুবিধা দেওয়ার জন্য তথাকথিত সুশীল ব্লগাররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে ব্যাখ্যা করছি--- বাঁধ ভাঙ্গার আওয়াজ, এর নীতিমালা... ৪. নিম্নলিখিত কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি : ৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন। সে অনুযায়ি, কেউ যদি গালাগালি করে, তার বিরুদ্ধে "কোন সমস্যা" তে অভিযোগ করলেই মডারেটরগণ তাকে ব্যান করতে পারেন। তাই গালিগালাজের মিথ্যা প্রচারণা চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ব্লগারদের বিরুদ্ধে শোরগোল পাকানোর কিছু নেই। তাছাড়া, এখন কমেন্ট মডারেশনের ব্যবস্থা আছে।

কোন গালিগালাজযুক্ত কমেন্ট থাকলে তাকে প্রকাশ করা থেকে বিরত রাখা যায়। উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, কিছু কিছু তথাকথিত সুশীল ব্লগার মূল সমস্যাকে পাশ কাটিয়ে রাজাকারের পুত্রদের রক্ষা করার জন্যই গালিগালাজ বন্ধের ধুয়া তুলছে। গালিগালাজবিরোধী সুস্পষ্ট নীতিমালা আছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পোস্টের বিপক্ষে কোন নীতিমালা নেই। তাই আসুন, আমাদের মূল দাবি হোকঃ ১. মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোন পোস্ট, মন্তব্য দেয়া যাবে না।

এটা নীতিমালায় সংযুক্ত করতে হবে। ২. মুক্তিযুদ্ধের পক্ষের যারা ব্যান হয়েছে, তাদের সবাইকে আনব্যান করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।