আমাদের কথা খুঁজে নিন

   

গীটার

সুন্দর হোক সত্য

এই গীটার শেখালো ভালোবাসার গান আনন্দ বেদনার অভিযান। কতো বন্ধুত্বের আহ্বান, আর আলোকিত দিনের বান। এ সঙ্গী বেদনার্ত নিঃসঙ্গতার, ও...কি নিবিড় বন্ধু একাকী নির্জনতার এই গীটার আমার গলা জড়িয়ে হেসেছে কত সুরের ঐকতানে। কখনো ধূসর গোধূলীতে মেতেছে উচ্ছল উদ্দামতায়। কখনো রাতের গোপনতায় কেঁদেছে এ হৃদয়ের শুন্যতায়।

। এই গীটার তাই আমার আপনজন যে থাকে বিশ্বাসী অনুক্ষণ। প্রকৃত বন্ধুর মতোই থাকে যখন বুক ভরা আদ্রর্তায়। গীটার, পুরোনো গীটার আমার বন্ধু এ বিভীষিকায় পথ চলার। ** জন ডেনভারের This Old Guitar হতে অনুপ্রানিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।