আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্য মেলা

আমি একজন নিরাপদ ব্লগার

গত পরশু গিয়ে ছিলাম বাণিজ্য মেলায়। অনেকটা ঘুরতে যাওয়াই বলতে পারেন। সংগে যদি পছন্দ সই কিছু পাওয়া যায়। বাণিজ্য মেলায় মানুষ কত কাজে আসে । কেউ কিছু কিনতে , আবার কেউ দেখতে আবার কেউ সুন্দরী মেয়েদের দেখতে।

গেইটে ঢোকার সময় দেখলাম কিছু বখাটে ছেলেকে এ ধরনের কমেন্ট করতে। যাই হোক,যার পর নাই ঢুকে গেলাম বাণিজ্য মেলায় । এখানে স্টলগুলো চমৎকারভাবে সাজানো। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল ইরানী স্টলগুলো। মাগরিবের আযান পড়ায় নামাযের জন্য গেলাম মসজিদে।

নামায পড়তে গিয়ে দেখলাম সেখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। যেখানে ঢাবির মত জায়গায় মেয়েদের আলাদা ব্যবস্থা নাই সেখানে এ ধরনের ব্যবস্থা আসলেই প্রশংসার দাবিধার। আমেরিকার চ্যালেঞ্জ শিরনামে ওয়েলকাম কসমেটিকস এন্ড ক্যামিক্যাল লিমিটেড এর আকর্ষনীয় বিজ্ঞাপন এর পাশাপাশি আছে এর সেলস রিপ্রেজেন্টেটিভরা। তারা পণ্য বিক্রির চেয়ে কথা বলতে আগ্রহী। বাণিজ্য মেলায় সেলস ওম্যানদের দেখে বুঝার উপায় নাই বাঙালী নারীরা কনজার্ভিটিভ।

বাণিজ্য মেলায় থেকে তো কোন কিছু কেনা হল না। বাণিজ্য মেলা থেকেও বেরিয়ে গেছি। রাস্তায় একজন লোককে দেখলাম পাটি বিক্রয় করছে। তার কাছ থেকে ত্রিশ টাকায় একটা পাটি কিনে রওনা দিলাম বাসার দিকে। সস্তায় বাণিজ্যমেলার কেনাকাটা।

হা হা হা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।