আমাদের কথা খুঁজে নিন

   

তুমুল দামাল , আয় রে বাঙ্গাল !

পরিবর্তনের জন্য লেখালেখি

সেই পশুদের করবো বিচার মায়ের কাছে পণ করেছি ঐ পতাকায় মায়ের শাড়ি সাত জনমের ধন করেছি মায়ের বুকে ঝরছে যত আক্ষেপেরই অশ্রু সজল চেতন লোকের চৈত্র হয়ে ব-দ্বীপ জুড়ে হোক দাবানল আমার মায়ের অস্থি জুড়ে ঠক ঠকা ঠক উঠুক বেজে শূন্য আটের বুক গুলো সব একাত্তরে নিক না সেজে গর্জে উঠুক ধর্ষিতাদের আর্ত নিনাদ শপথ রুপে নরপশুদের যেথায় পাবি , ফেলবি ধরে মৃত্যুকূপে। বাংলা তোদের ডাক দিয়েছে , মা ডেকেছে , আর কত কাল ? থাকবি ঘুমে ! আয় উঠে সব , তুমুল দামাল , আয় রে বাঙ্গাল ! (প্রথম লাইন্টির জন্য ব্লগার নাদানের কাছে কৃতজ্ঞতা ) ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার চাই । আমরাই করতে চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.