আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী শক্তির স্থানীয় ধারক-বাহকরা মনে করেছে চুড়ান্ত আঘাতের জন্য এটিই প্রকৃষ্ট সময়

তবে একলা চলরে.......

শিক্ষিত মধ্যবিত্তের পুরনো সব দুর্বলতার সাথে এখন আবার যুক্ত হয়েছে ইয়াবা, ডি'জ্যুস এবং আকাশ সংস্কৃতির কল্যাণে ভারতীয় সোপ অপেরার চোখ ধাঁধানো আগ্রাসন। যে তরুণ সমাজ দেশের স্বাধৗনতা রক্ষার জন্য অকুতোভয়ে সামনের কাতারে এসে দাঁড়াবে তাদের লক্ষ্য করেই সুকৌশলে এ জাতীয় মগজ ধোলাই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে । আমাদের বর্তমান রাজনৈতিক নেতারাও কোন রকম আদর্শ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন । আজকের কঠিন পরিস্থিতিতে তারা মেরুদন্ডহৗন, সুবিধাবাদী এবং দুরদৃষ্টিবিহীনএক দুর্বল গোষ্ঠি হিসেবেই জাতির কাছে প্রতিভাত হচ্ছেন । আজকের পঞ্চাশোর্ধ প্রজন্মও তাদের তেমন কোন নৈতিকতার উদাহরন দিয়ে বর্তমান প্রজন্মকে অনুপ্রানিত করতে পারছেননা।

বিদেশী শক্তির স্থানীয় ধারক-বাহকরা মনে করেছে চুড়ান্ত আঘাতের জন্য এটিই প্রকৃষ্ট সময় । দুর্বল জাতিকে অধিকতর দুর্বল করার জন্যই এখন নতুন করে বিভাজন সৃষ্টিকারী বিষয়গুলোর অবতারনা । এত প্রতিকুলতার মধ্যেও বাংলাদেশের প্রবলভাবে ধর্মবিশ্বাসী, সাধারণ শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষই ভরসাস্থল । ১৯৭১ সালের মুক্তিসংগ্রামে মহান মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই এসেছিল এই শ্রমজীবী শ্রেণী থেকেই । ভবিষ্যতেও স্বাধীনতা রক্ষার সংগ্রামে তারাই এগিয়ে আসবেন ।

--মাহমুদুর রহমানের লেখা থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।