আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানীর ঠিক-বেঠিক: একা একটা পশু দিলে বেশী সওয়াব, কিন্তু ভাগে দিলে কম -

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

ঈদের ময়দানে ঈমাম সাহেব বললেন - যদি কেউ একা একটি পশু কোরবানী দেয় তবে তার সওয়াব ভাগে কোরবানী দেয়ার থেকে অধিক হবে। এজন্য যারা একটি ছাগল দিয়েছেন তারা ভাল কাজ করেছেন। ভাগে কোরবানী দেয়া বলতে তিনি বুঝালেন - ৭ জন মিলে একটি গরু কোরবানীর কথা বললেন। তবে যদি একই বংশের ৭ জন মিলে দেন তবে ভিন্ন কথা। তবে আপনি জানেন না বা চিনেন না এরকম কারও সাথে কোরবানী দিলে সেটা কবুল না হবার সম্ভাবনা বেশি। কারন ৭ জনেরই ভিন্ন ভিন্ন পেশা, স্বভাব, নিয়ত এবং মানসিকতা। তাই কারও নিয়ত যদি ভাল না হয় তবে তাদের সকলের কোরবানী কবুল নাও হতে পারে। এই ব্যাপারে আপনাদের মতামত জানালে আমরা অনেকে হয়ত সঠিকটি জানতে পারতাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।