আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপল আর নেই সে অ্যাপল!

১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আইফোন ৫ এস ও ৫সি মডেলের দুটি আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোনের ৫এস মডেলে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেনসর আর ৫সি-এর পেছনে প্লাস্টিকের আবরণ। নতুন মডেলের স্মার্টফোনে নতুন কোনো চমক নেই।
বাজার বিশ্লেষকেরা বলছেন, স্টিভ জবস নেই, অ্যাপলের সেই সুদিনও নেই। হারিয়ে গেছে অ্যাপলের সেই উদ্ভাবনী ক্ষমতা।

এখন আর অ্যাপলে নেই সেই বৈচিত্র্যপূর্ণ উদ্ভাবন আর আগের প্রাণশক্তি। এক সময়ের উদ্ভাবনী পণ্য নির্মাতা অ্যাপল আর এখনকার অ্যাপলের মধ্যে বিশাল পার্থক্য।
অ্যাপল এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রযুক্তির বাজারে সংগ্রাম করছে। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর থেকে কিছুটা হলেও জৌলুস হারিয়েছে একসময়ের উদ্ভাবনী প্রযুক্তিপণ্য নির্মাতা  প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


২০১১ সালের অক্টোবর মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে স্টিভ জবস মারা যাওয়ার পর থেকে পরিচিত অ্যাপল অপরিচিত হতে শুরু করেছে। মানুষের মধ্যে ধারণা জন্মেছে, অ্যাপল আর সেই পরিচিত অ্যাপল নেই; অনিশ্চিত অবস্থায় ঘুরপাক খাচ্ছে অ্যাপল। একসময়ে স্মার্টফোন বাজারে প্রতিনিধিত্ব করা অ্যাপলকে ধরে ফেলেছে বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বাজার বিশ্লেষকেদের মতে, অ্যাপলের বাজারে আনা পণ্যগুলো এখন আর ‘বৈপ্লবিক’ নয় বরং তা গতানুগতিক। উদ্ভাবনী পণ্য হিসেবে অ্যাপলের কাছে টেলিভিশন ও স্মার্ট ওয়াচে হয়তো চমক দেখানোর সুযোগ আছে তবে, প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্য আইফোন ও আইপ্যাডের জৌলুস হারিয়ে গেছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।