আমাদের কথা খুঁজে নিন

   

স্টিভ জবস [অ্যাপল]

বিশ্বের সেরা প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। বিশ্বের অন্যতম এই উদ্যোক্তার সৃষ্টিশীল প্রযুক্তি পণ্যের মধ্যে রয়েছে- ম্যাক কম্পিউটার, আইপড, আইফোন, আইপ্যাড। এসব উদ্ভাবনের মাধ্যমে পৃথিবীর তথ্যপ্রযুক্তির ধারণাকেই বদলে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবককে পারসোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। স্টিভ জবসের প্রতিষ্ঠান অ্যাপলের বর্তমান বাজার মূল্য ৫৪৬ বিলিয়ন ডলার বা তার চেয়েও বেশি এবং প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ৬৩ হাজারেরও বেশি কর্মী। স্টিভ জবসকে গত শতাব্দীর সবচেয়ে মেধাবী, দূরদর্শী, সৃষ্টিশীল উদ্যোক্তা হিসেবে গণ্য করা হয়। জবস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে বছরে মাত্র এক মার্কিন ডলার বেতন গ্রহণ করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০১১ সালে ৩২ জনের নাম 'পার্সন অব দ্য ইয়ার' হিসেবে মনোনীত করে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।