আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দেখা ১৯৭১ - বাংলাদেশ : একটি জাতির জন্ম : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১২

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

JAI Bangla! Jai Bangla!" From the banks of the great Ganges and the broad Brahmaputra, from the emerald rice fields and mustard-colored hills of the countryside, from the countless squares of countless villages came the cry. এই ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের পর টাইম ম্যাগাজিনের ২০ ডিসেম্বর ১৯৭১ সংখ্যায় প্রকাশিত নিবন্ধ Bangladesh: Out of War, a Nation Is Born এর প্রথম লাইন। টাইম এর এই ঐতিহাসিক প্রতিবেদনটিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের প্রেক্ষাপট, বাঙালীর আবেগ আর দেশের প্রতি ভালবাসাকে খুব চমত্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের সামনের অনিশ্চিত এবং কঠিন সময়ের উপরও আলোকপাত করা হয়েছে । বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং পাকিস্তানের পরাজয়ের কারণসমূহ। অনেক অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার দোলাচলেও টাইম ম্যাগাজিন এর এই কটি লাইন নতুন জন্ম নেয়া একটি দেশের আবেগকে প্রকাশ করার জন্য যথেষ্ট.. And so at week's end the streams of refugees who walked so long and so far to get to India began making the long journey back home to pick up the threads of their lives. For some, there were happy reunions with relatives and friends, for others tears and the bitter sense of loss for those who will never return. But there were new homes to be raised, new shrines to be built, and a new nation to be formed. The land was there too, lush and green. স্বাধীনতার এই অমূল্য আরেকটি দলিলটি পড়ার জন্য লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.