আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার অনুকাব্য

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

ভেবেছিলাম সেদিন থেকে পড়বো বুঝি ভেঙে, হঠাত করেই হারিয়ে গেলে রঙিন রঙে রেঙে- আমায় বর্ণবিহীন করে। অকস্মাত আসলে যখন, আবার তুমি গেলেই কখন- সবার অগোচরে! তুমি ছিলে জগত ছুঁয়ে, ছিলে তুমি পদ্ম হয়ে- হৃদয় সরোবরে। আচমকা কি যে হলো, সবকিছু তাই এলোমেলো, তুমি যাবার পরে। নিঝুম রাতে সবাই ঘুমে, কাটাই সময় প্রহর গুনে, তোমায় মনে করে। ইচ্ছে কভু হয়নি জানার- তুমি ছাড়া জীবন আমার কাটছে কেমন করে? মন শুধু চায় তোমায় পেতে- নিত্য আমি মনের সাথে যাচ্ছি যে তাই লড়ে। অবুঝ মন মানে না বারণ, তোমায় খোঁজে কেন অকারণ আমার বাহুডোরে! বইছে সময় আগের মতো, ব্যস্ত আমি- কাজে রত, মনটা গেছে মরে! ভেবেছিলাম সেদিন থেকে জীবন অসম্ভব, তবু দেখো বেঁচে আছি - নিত্য কলরব আমার জগত জুড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।