আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধঅপরাধীদের বিচার : একজন ব্যারিস্টার রফিকুল হক ( যিনি বিনা ফি-তে মামলা পরিচালনা করতে প্রস্তুত)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা হলে পরিচালনায় রাজি। ব্যারিস্টার রফিকুল হক বলেছেন তিনি এর জন্য কোনও ফি-ও নেবেন না। নিজে মামলা পরিচালনার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইনজীবীদের টিম গঠন করতে যে ফান্ডের প্রয়োজন তাতেও সহযোগিতা করতে প্রস্তুত ব্যারিস্টার রফিকুল হক। ব্যারিস্টার রফিকুল হকের এই ঘোষনা এমন এক সময় এলো যখন যুদ্ধঅপরাধীদের বিচারের প্রসঙ্গ খুবই আলোচিত। ব্যারিস্টার রফিকুল হক নিজের মত প্রকাশ করে বলেছেন যে, যুদ্ধঅপরাধীদের বিচারের উদ্যোগ রাষ্ট্রের পক্ষ তেকে নেয়া উচিত।

এবং যুদ্ধঅপরাধীদের বিচার আমাদের আইনেই সম্ভব যদি আমদের লক্ষ ও উদ্দেশ্যে আন্তরিকতা থাকে। বর্তমান সেনা প্রধান যুদ্ধঅপরাধীদের বিচারের প্রসঙ্গে কথা বলেছেন। এটি আমাদের আশান্বিত করে তুলেছে। তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য আমাদের হতাশ করেছে। আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজম্মসহ সকলেই যুদ্ধঅপরাধীদের বিচার চাই।

খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক যুদ্ধঅপরাধীদের বিরোদ্ধে মামলা পরিচালনা করতে রাজি হয়েছেন। এছাড়া যেহেতু তিনি প্রয়োজনীয় ফান্ড গঠনে সহযোগিতা করতে রাজি হয়েছেন, সুতরাং এখনই সময় যুদ্ধঅপরাধীদের বিরোদ্ধে আইনী লড়াই লড়তে প্রস্তুত সমমনা আইনজীবীদের টিম গঠন করা। তারপর খ্যাতিমান আইনজীবীদের এই টিম সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে যুদ্ধঅপরাধীদের বিরোদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে মামলা করার বিষয়ে জানাবে। এইটুকু অন্তত বিশ্বাস আছে, যুদ্ধঅপরাধীদের বিরোদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে মামলা শুরু হলে এবং খ্যাতিমান আইনজীবীদের টিম তার পক্ষে আইনী লড়াই লড়লে যুদ্ধঅপরাধীদের অবশ্যই বিচার হবে। ব্যারিস্টার রফিকুল হক যে চিঠির মাধ্যমে যুদ্ধঅপরাধীদের বিরোদ্ধে মামলা পরিচালনা করতে রাজি হয়েছে তা তুলে ধরা হলো।

আসুন যদি দেশকে ভালোবাসি, যদি চাই এই দেশে যুদ্ধঅপরাধীদের বিচার হোক, তাহলে অন্তত নিজের জীবনের একটু সময় ব্যয় করি। হয়তো সেই সময় হতে পারে এক মিনিট কি দুই মিনিট কিংবা ১০ মিনিট। এই সময়টুকুতে চলুন আমরা নিজেদের সাধ্যমত যুদ্ধঅপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার হই। আর শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিকুল হকের চিঠিটি ছড়িয়ে দিই পরিচিত জনের কাছে। আর তাতে আরো প্রচারনা হবে।

এই কাজটি করার সময়ও কি আমাদের নেই। হায়! আমরা কি এতোই ব্যস্ত???!!! ব্যারিস্টার রফিকুল হকের চিঠি : Dear Writer Thanks for your leter. I fully agree with your view. We had many things to do for those who were brutally killed by war criminals and we miserably failed in our duty. You have really triggered my brain and given me the courage to fight against war criminals. I can assure you with all humility that I shall render my sincerest professional service for prosecution of the war criminals if I get such opportunity in future. I am of the view that those war criminals should be tried by our Government and not individually. They may be tried under our existing laws if our purpose and aim are sincere. You have indirectly mentioned about fees taken from my corrupt (??) clients. You may ascertain from them how much they pay to me. Leaving aside that aspersion, I can assure you that for prosecution against war criminals my service will be free. On the contrary, I am prepared to contribute to the fund, which may be required for the team of prosecutors for such trial. It is true that our past Governments miserably failed in their duty. Some of our so-called intellectuals who are now advocating for trial of the war criminals were parties in those Governments. It is encouraging that they have also joined hands with those who are now demanding trial of the war criminals. We all must join hands, irrespective of political affiliations to fight for the trial of the war criminals, wherever they are and as and when they are located. Those who killed our intellectuals and brothers and sisters deserve to be prosecuted without mercy. Once again I congratulate you for your note to me. Rafique-ul Huq

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.