আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধঅপরাধীদের মুক্ত করতে মহিলা পুলিশ সদস্যদের উপর জামায়াত শিবির হামলা

যুদ্ধঅপরাধীদের বিচার ঠেকাতে মালিবাগে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষ হয়েছে। বিকাল ৪টার দিকে মালিবাগ রেলগেইটে শতাধিক নেতাকর্মী মিছিল বের করলে পুলিশ বাধা দেয়ার চেষ্টা করে। এসময় জামাত-শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা মহিলা পুলিশ সদস্যদের পেটাতে থাকে। এতে অন্ততপক্ষে ৫ জন মহিলা পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমন থেকে বাঁচতে পুলিশের মহিলা সদস্যরা রাস্তা ছেড়ে ফুটপাথের বিভিন্ন দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানেও জামাত-শিবিরের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা চালায়। রাস্তায় ঝুলানো বিভিন্ন ব্যনার ছিড়ে আগুন ধরিয়ে বন্ধ করে দেয়া হয় রাস্তায় যান চলাচল। এর কিছুক্ষণ পরে অতিরিক্ত দাঙ্গা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজারবাগ পুলিশ লাইনের এস আই জিয়াউল হোসেন বলেন, জামাত-শিবিরের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় পুলিশের ওপর।

কোন কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠি-সোটা নিয়ে আমাদের ওপর ঝাপিয়ে পড়ে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুত্র মানবজমিন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.