আমাদের কথা খুঁজে নিন

   

শততম ব্লগে ধর্মের প্রতি শ্রদ্ধা, আর সাহিত্যের প্রতি প্রেমের প্রতিজ্ঞা করলাম।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

৯৯ ব্লগিং আমি বলেছিলাম, ইডেন টেস্ট জমে উঠেছে, কিছু ব্লগার বন্ধু আমার কথায় উল্টো পাল্টা কথা বলেছিলেন, কিন্তু দেখুন টেস্ট কার হাতে এখনও বলা যায় না, তারপরও কুম্বলে যদি গতকালকেই ইনিংস ডিক্লেয়ার করতেন তবে টেস্ট জমে উঠত, যদি ভারতের একটু রিক্স হয়ে যায় তথাপিও ক্রিকেটের প্রান ফিরে আসত। আধুনিক পাওয়ার ক্রিকেট কিংবা পন্টিং, গ্রায়েম স্মিথ ক্রিকেট অনেক আধুনিক ক্রিকেট। তারপরও সেঞ্চুরীর এ মুর্হুতে কারও প্রতি কোন অভিযোগ না দিয়ে সবাই কে সালাম আবারও, ধন্যবাদ সামহোয়্যাকে। অল্প অল্প করে আজ সেঞ্চুরী পুরো করলাম। ক্রিকেট মাঠে কখনও সেঞ্চুরী হাঁকাতে পারিনি। তবুও আজ ব্লগিং সম্ভব হলো,অনেকের উত্তসাহ আর অনুপ্রেরনায়। এতদিনের এই ব্লগিং এতটুকু বলতে পারি কোন ফালতু পোষ্ট দিইনি। যাতে মানুষকে ভাল তথ্য দেয়া যায়, কোন লেখার প্রতিবাদ করা যায় এমন তথ্যই সন্নিবেশিত করেছি। কোন আলগা প্যাচালে প্রথম পাতা নষ্ট করিনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।