আমাদের কথা খুঁজে নিন

   

সিডরের তান্ডবের কাছে এবার অসহায় মংগাঃ মংগাক্রান্তদেরও একটু উষ্ণতার পরশ দেই

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দক্ষিণাঞ্চলের ১৩ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তান্ডবে প্রায় বিধ্বস্ত হয়ে গেছে এ অঞ্চল । ১ কোটির বেশী মানুষ হয়েছে বাস্তুহারা , ক্ষেতের ফসল , গবাদী পশু সব কিছুই হয়েছে ধ্বংস । মানুষ হয়েছে পথের ভিক্ষিরী ।

আগামী ছয়মাস তাদের হয়ে থাকতে হবে সাহায্যের মুখাপেক্ষী। জীবনযাপন স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত ৬ মাসেরও বেশী । বাংলামাস চলছে অগ্রহায়ণ । এসময় দেশের উত্তারঞ্চলের মানুষের মধ্যে প্রতিবছরই নেমে আসে অভাব , মানুষ হয়ে মংগাক্রান্ত । বছরের এই সময় এই অঞ্চলের মানুষের হাতে কোন কাজ থাকে না, দিনমুজরীরা মানুষ হয়ে পড়ে বেকার, থেকে যায় অর্থ সংস্থানের পথ ।

চুলায় আর আগুন জ্বালাতে পারেনা । অভাবী এই মানুষগুলো সবাই দিনমজুর, তাদের না আছে কোন চাষবাসের জমি কিংবা না আছে নিজের ভিটে । তাই তার পুরোপুরি হয়ে পড়েছে পরনির্ভরশীল । গ্রামে এসময় কোন কাজও থাকে না তাই তাদের ভাগ্যে আর অন্ন জোটে না । দেশের সর্ব উত্তরের প্রায় ৮ থেকে ১০টি জেলায় প্রতিবছরই এই সময় নেমে আসে আকাল ।

এই আকালই আজ সবার কাছে পরিচিত হয়েছে মংগা নামে। সরকার. এনজিও সহ অনেকেই মংগাক্রান্ত মানুষের পাশে দাড়ায় প্রতিবছরই দেয় সাহায্য হিসেবে দেয় খাদ্য ,শীতের কাপড় । কিন্তু এবার সিডরের আঘাতে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে দক্ষিণাঞ্চলের কাছে যেন এবার মংগা অসহায় । প্রতিবছর মানুষের যে সহানুভূতি টুকু তাদের কপালে জুটত এবার সেখানে ভাগ বসাচ্ছে সিডর । দেশে প্রতিবছরই মংগা হয় , কমবেশী হয় ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, আমরা হয়তো সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাড়ানোর চেষ্টা করি সাহায়্যের হাত বাড়াই ।

অথচ সরকার কিংবা জনগণ এই সাহায্যে হয়তো এই মংগা কিংবা দুযোর্গ উতড়ে যায় কিন্তু কোন সমাধান হয়না । নিঃস্ব-রিক্ত মানুষ গুলি আবারো অপেক্ষা করে ফি বছরের মংগার । তাই মংগা দূর করতে চাই পরিকল্পিত উদ্যোগ, চাই এই সব ছিন্নমূল মানুষের জীবিকা নির্বাহের সংস্থান । সরকারের সে বিষয়ে কোন উদ্যোগই কোন আমলেই নেয়া হয় না আর তাই কখনওই দূর হয়না মংগা । আসুন সিডরে আক্রান্তদের সাথে মংগাক্রান্তদেরও একটু উষ্ণতার পরশ দেই ।

শীতার্ত-ক্ষুধার্ত মানুষগুলোকে আমরা যেন ভুলে না যাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.