আমাদের কথা খুঁজে নিন

   

সকল সৃষ্টির জন্যই আল্লাহ নিয়ম কানুন দিয়েছেন......



আল্লাহ মানুষের জন্য যেমন বিধি বিধান দিয়েছেন তেমনি যত কিছু আছে ছোট বড় প্রতিটি সৃষ্টির জন্য বিধান তৈরী করেছেন। একটা ঘাসের বেচে থাকার জন্য কি কি দরকার তা তিনিই ফয়সালা করে দিয়েছেন। পিপড়া থেকে হাতী পর্যন্ত সকল জীব , এটম পরমানু থেকে সূর্য পর্যন্ত সকল বস্তুই কতক নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এসব নিয়ম কে বানিয়েছেন। কোন সৃষ্টি কি এসব নিয়ম বানাতে পারে? মানুষের শরীরে যত নিয়ম আছে - রক্ত চলাচলের নিয়ম, নি:শ্বাস নেবার নিয়ম, ঘুমের নিয়ম ইত্যাদি কি মানুষ নিজেরা বানিয়েছে? পশু পাখি গাছপালা, নদী নালা, ধুলিবালি পর্যন্ত আল্লাহর দেয়া নিয়মে চলছে। এদের কারো এ নিয়ম অমান্য করার শক্তি নেই। বস্তু হোক প্রানীই হোক কেউ নিজের মর্জিমত চলার ক্ষমতা রাখেনা। স্বাধীন ভাবে চলার সাধ্য থাকলে একই নিয়মে চলতে বাধ্য হতোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।