আমাদের কথা খুঁজে নিন

   

আবারও মাছির কবলে ওবামা!!!!

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মাছি। সিক্রেট সার্ভিসের কর্মীরা ক্ষুদ্র এ প্রাণীটির হাত থেকে কিছুতেই প্রেসিডেন্টকে রক্ষা করতে পারছেন না। গত বৃহস্পতিবার ওবামা যখন তার দ্বিতীয় দফার সরকারে নতুন দুটি গুরুত্বপূর্ণ নাম যোগ করার ঘোষণা দিচ্ছিলেন তখন একটা মাছি টানা বিরক্ত করে যাচ্ছিল তাকে। বারকয়েক চেষ্টা করে সেটাকে তাড়াতে ব্যর্থ হয়ে ওবামা বলে ওঠেন, এই হতচ্ছাড়া আমাকে বিরক্ত করে ছাড়ল। তবে নাছোরবান্দা মাছিটি তার বক্তৃতা প্রদানের পুরোটা সময়ই তার আশপাশে উড়ে বেড়িয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০০৯ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট টেলিভিশনে সাক্ষাত্কার দেওয়ার সময় প্রায় মিনিটখানেক একটা মাছি তাড়াতে ব্যস্ত ছিলেন। ২০১০ সালে স্বাস্থ্যসেবা সংস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দিনও এ অস্বাস্থ্যকর প্রাণীটার আক্রমণের শিকার হন তিনি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.