আমাদের কথা খুঁজে নিন

   

সারমেয়

/

রোদ আগলানো বর্ষাতি ফুঁড়ে স্টার কাবাবের শিকে সাদা কালো গাড়ির ঢল, জনস্রোত। উচ্চন্ড প্রাসাদে বেবুন ঝুলে থাকে - মৃত্যুদন্ডের আসামী। আকাশে নয় মাটিতে নয় মাঝামাঝি ঝুলে থাকি অপেক্ষমান গিলোটিন। হর্নের শোরগোল প্রাসাদের রোশনাই ফাঁক করে টেলিভিশনের খোপে ঢোকে। বাক্সবন্দী নায়কের গায় ষড়ঋতু পোশাক। আচকানের পিঠে বেঁধা তীর খুললেই হাওয়া মুত্যুর লোডশেডিং ফ্রেম বাধা ছবি লটকে থাকে বিষমাখা তীর নিয়ে। এই সব বাধাবাধি, বাদানুবাদের সারমেয় সংলাপ সাগরে জালের ছড়াছড়ি স্যামন টুনা পিরানহার জড়াজড়ি হাঙ্গরের ক্ষত নিয়ে ভেসে উঠি ডলফিনের পিঠে একটা হারপুন ফোঁড়া, জাহাজের পাল নিয়ে আসে অ্যালবাট্রস। আকাশের পিঠ চিঁড়ে নামেন নরকের ফেরেশতা জাহাজের খোল থেকে বের হয় সহস্র বছরের দাঁড় টানা আফ্রিকান মাঝি। মুগুরে গুড়ো গুড়ো দেহ সম্মিলিত শরীর নিয়ে ফের দাঁড়া বেয়ে চলে পৃথিবীর গোলক ঘুর্ণন অনন্তকাল দাঁড় বায় হাত পায়ে বাঁধা শেকল, নাক উঁচু পানি, গনগনে ফায়ারপ্লেস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।