আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের কবিয়াল

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

কবিয়াল উত্তরে যান, দক্ষিনে যান, আকাশ জুড়ে বৈশাখী গান। কবিয়াল পুবেতে যান, পশ্চিমে যান, হাওয়ার মুখে বাঁশী বাজান। হাজার দুয়ার পাড়ী! শকুন পালে পুব জমিনে, পশ্চিমে যার বাড়ী। নদী নারী জল! সেই নারীকেই ঠুকরে খেলো সেই শকুনের দল! কবিয়াল সদরে যান, অন্দরে যান, শিকড় ছেড়া বন্দরে যান, কবিয়াল রোদ্দুরে যান, ছায়াতে যান, বুকের ভেতর ক্ষিপ্ত উজান। প্রতিরোধের দিন! বাঘের ঘরে শেয়াল তুই থাকবি কতদিন? উতাল নয়টি মাস! বানের জোয়ার ভাসিয়ে নিল সেই শকুনের লাশ।

কবিয়াল বাগানে যান, শহরে যান, শাপলা ফুলে অঙ্গন সাজান, কবিয়াল নদীতে যান, মিছিলে যান, বুকের ভেতর ক্ষিপ্ত উজান। সময় টলোমল! দেশের শাসক রক্তপায়ী, শোসক যাতাকল। রাজনীতিতে ঘুন, সেই ঘুনেতে তরতাজা আজ ড্রাকুলা শকুন। কবিয়াল মরনে যান, কবরে যান, হতাশ মেঘে হৃদয় ভেজান, কবিয়াল পেছনে যান, শশ্বানে যান, অন্ধকারেও স্বপন সাজান। কবিয়াল ডানদিকে যান, বামেও যান, খুঁজেন আজও মুক্তি সোপান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।