আমাদের কথা খুঁজে নিন

   

চেহারা নয় গুন ই আসল

স্বাভাবিকভাবেই প্রতিটি মানুষই সৌন্দর্য পছন্দ করে- সে নিজে সুন্দর হোক কি না হোক। তবে সৌন্দর্যের পাশাপাশি গুণটাও মানুষ পছন্দ করে- তা সে উপলব্ধি করুক কি না করুক। ফুল দেখতে যতই সুন্দর হোক না কেন, লোকে কিন্তু সুগন্ধী ফুলের গাছ লাগাতেই ভালবাসে- এমন ফুলই ঘরে রাখে। তবে বিয়ের ব্যাপারে কেন মানুষ শুধুমাত্র রং-রূপে মত্ত থাকে? রং- রূপ দিয়ে কি ৪০-৫০ বছর বাঁধা যায় নাকি মন-মানসিকতা, আন্তরিকতা- সর্বোপরি আত্মিক গুণাগুণ মানুষকে একজন আরেকজনের সাথে বেঁধে রাখে ? সৌন্দর্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বিয়ের ক্ষেত্রে এটিই একমাত্র দাবি হতে পারে না। আজকে একটা বিয়ের প্রস্তাবের বাহার দেখে খুব ঘেন্না হল। "মেয়েকে হতে হবে সুন্দরী এবং লম্বা, পড়াশুনা মোটামুটি হলেই চলবে !" এটা একটা শিক্ষিত পরিবারের দাবি ছিল- এতটুকুন মিথ্যা বলছিনা। আমার প্রশ্ন, মেয়েটাকে দিয়ে কী করাবেন আপনারা? ও শুধু ওর স্বামীর থাকবে নাকি স্বামীর বন্ধুদেরও? পাত্রের মায়েরা কি তাদের রং-রূপ দিয়ে এতটা জীবন পার করলেন, নাকি সংসারে আপনাদের গুণের প্রয়োজনীয়তা বেশি হয়েছিল? সংসারে যখন বিপদ-আপোদ আসত, তখন কি একজন আরেকজনের চেহারা দেখে বিপদে লড়েছিলেন নাকি নিজেদের understanding দিয়ে ? শেষ বয়সেও যে নিজেরা খুনসুটি করছেন/করবেন তাকি সৌন্দর্যের কারণে নাকি নিজেদের আন্তরিক ভালোবাসার জোরে ? শিক্ষা আসলে আমাদের অন্তরে প্রবেশ করতে হবে- নয়ত মোটামুটি পড়াশুনা আর সর্বোচ্চ ডিগ্রীর মধ্যে কোন পার্থক্য থাকে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।