আমাদের কথা খুঁজে নিন

   

তোমার চেহারা-

তোমার চেহারা- অন্যায় জমে জমে কালো হয়ে যাওয়া- মিথ্যায়,মোসাহেবিতে-ঠোটের কোনে বিষাক্ত থুথু জমা, বুড়িয়ে যাওয়া বেশ্যা দালালের মতো...... যাকে বিকাতে অনেক শ্রম ঘাম ঝরাতে হয়....। তোমার চেহারা- শিশুর হাতে মাদক আর অস্ত্র তুলে দেওয়া ওই কুৎসিত সার্থপর খলনায়কের মতো যে নিজে ভালো থাকতে,নিজের সদ্য ষোড়সি কন্যকে কৃতঞ্জ নতজানু মস্তকে তুলে দিতে পারে ক্ষুধার্ত নেকড়ের হাতে...... তোমার চেহারা- তার মতো-যে যিশুকে হাসতে হাসতে ক্রুশবিদ্ধ করেছিল তার মতো-যে হাতের নিশান শানাতে ক্ষুধার্থ মানুষের বুকে গুলি চালায় । তার মতো-যে সুখের স্বপ্ন দেখিয়ে প্রেমিকাকে বেচে দিয়েছে অন্ধকার বেশ্যালয়ের কোন এক ঘুপচিতে..... তোমার চেহারা সর্বজনিন এই ধরনীর প্রতিটা রক্ত বৃষ্টির ফোটার মতো, তোমার চেহারা গল্পের পেছনের গল্পের মতো.... যা কোন দিন শেষ হয় না...... চলে শতাব্দীর পর শতাব্দী..... তোমার চেহারা............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.