আমাদের কথা খুঁজে নিন

   

=স্বদেশ পেঁচিয়ে সর্পিল সময়

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

সময়ের গায়ে সাপেরা পেঁচিয়ে উঠেছে লাউয়ের ডগার মত পেলবতা ছড়িয়ে ছিটিয়ে অবুঝ অন্তরে আড়াল করে বিষ ফণা যত! ছত্রিশ বছর কি যথেষ্ট ছিল না ঘড়ি মেরামতে কালের অগ্রযাত্রায় সবুজ ভূমিকে গন্তব্যে পৌঁছুতে ছোপ ছোপ রক্তের পিচ্ছিলতা চায় ওরা কারা? তিয়াসী বিষ দাঁতের ছোবলে কতদিন হবে দিশেহারা কত আর থমকে দেবে ঘন্টার কাঁটা মিনিট, সেকেণ্ড ও মুহূর্তের জোয়ার-ভাটা? ভালবাসা যার বুকে আশ্রয় পায় জেনো জন্মভূমির সবুজ ঘাসেরা সেথা জন্মায় যেন। রক্ত-রঙে আর যাই হোক ভালবাসা নয় ছত্রিশ বর্ষায়ও যেথা জলের পিপাসা রয়; এ জলরঙে নেই ধূসরতা যাতে বিমুগ্ধ কবি এ চিত্র পটেতে নেই স্বদেশভূমির ছবি, কালের সর্পিল গাঙে আঁকা-বাঁকা বয়ে চলে তৃষ্ণ জলেতে লোহিত মেশানো দৃষ্টি তাদের বলে আরো আরো চাই রক্ত! রক্ত! রক্ত! রক্ত এবং রক্ত!! এক মৌসুম ফুরিয়ে এলে পরে ফেঁপে উঠে বিষ ফণা ওরা প্রজন্মের বুকে শুঁকে ফেরে কেবলি লোহিত কণা! সবুজের বুকে শাপলা ফোটাতে দৃঢ় প্রত্যয়ী যারা অতন্দ্র নীলে পাল উড়াতে ও পানসী ভাসাতে তারা হাতে হাত রাখো বিষধর দমনে, প্রহরী নেউলে-চিতারা জেগে থাকো সমনে রুখে দাও এই সময় হন্তারকে কেড়ে নাও এই আপনালয়ের সূর্যের আলোকে হাল ছেড়ে দিয়ে বলো না- 'এ নিয়তির উপহাস' অর্জিত সময়ে নির্মাণ কর তোমাদের ইতিহাস! ২৯.১০.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।