আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশ

এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে! এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়। মাটির যে সুগন্ধ! তুই কিভাবে ভুলবি? যেখানেই যাস না কেন? ঠিকই ফিরে আসবি! নতুন নতুন মুহূর্তে; দাবিয়ে রাখা ইচ্ছেতে, ভোলা ভোলা মনেতে! কেহ একজন বলবে! এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে! এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়। তোকে জীবন এটাই বলছে' সবই তো পেয়েছিস এখন কিসের কমতী এমনিতেই সুখ সব বইছে! কিন্তু তুই নিজের ঘর থেকে দূরে! এখন ফিরে চল সেখানে, কেউ তো তোকে আপন মানে। আওয়াজ দিচ্ছে তোকে ডাকতে! .... সেটাই দেশ। এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে! এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়। এটা সেই সময়! যেথা লুকিয়ে আছে! কোন এক বিয়ে! পুরো জীবনে। তুই জিজ্ঞেস করিসনা রাস্তায় কেন এসেছি? এমনি যেমন দ্বিধায়! তুইতো আছিস যে বুঝাবি! তুইতো আছিস যে এখন এটা বলবি! যে দিশায় যাই না আমি .... সেটাই দেশ। এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে! এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।