আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশ

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

আমাদের যত ভুল- গুল্মময় অনাবাদী মাটি অধরা সুখের ফালি মিশে গেছে ক্লান্তির ঘামে আমাদের দুঃখেরা সেজেগুজে খুব পরিপাটি হাত ধরাধরি করে- থাকে পাশে নামে ও বেনামে অনেক বছর গেল-পীতবর্ণ আশা রঙ ফিকে হয়ে আসে; অরূপ জ্যোৎস্না নেই, নিয়ন আলোয় স্নান করি প্রকৃতির ছেঁড়া খামে শূন্যতা; ঢেউ ওঠে বিদীর্ণ সময়ে চুরি হয়ে গেছে চিঠি, বিবর্ণ ডানা নিয়ে- ম্লান অপ্সরী এখানে অরণ্য মাখে যতটুকু প্রকৃত সবুজ মগ্ন ঠোঁটের কাছে যত রঙ- খোঁজেনি আড়াল এখনো কান্নাভেজা সময়ের শীর্ণ বহুভূজ যাদের পরশে শ্রমে রাত্রি মুছে ফোটায় সকাল যাদের তুলিতে লাল সূর্য জ্বলে হরিৎ পাতায় ছড়ানো দুহাতে ওড়ে ভালবাসা, আমার পতাকা বিপন্ন মাটিতে তারা স্বপ্ন বোনে উলের কাঁটায় সুদুর আকাশে মেলে শুভ্র ডানা- ঝাঁকের বলাকা রজনী প্রগাঢ় হলে- আলো মাখে পরিশ্রান্ত ভোর আশাও জিইয়ে রাখি- অন্ধকার ঝরুক অঝোর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।