আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় স্বদেশ

“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” হায়রে আমার সোনার বাংলাদেশ !! মত পার্থক্যের বেড়াজালে হয়েছিলে সবুজ বাংলা লাল রক্তে রঞ্জিত ও আমার প্রিয় স্বদেশ । । কালের প্রবাহে আজ তুমি ডিজিটাল বাংলাদেশ তবু ও তো কিছুই জায়নি বদলে - লোভ , হিংসা , ঘৃনা ও বিদ্বেষ । । খুনিরা আজ হয়েছে দেশ প্রেমিক রাজাকারেরা হয়েছে দেশের রাজা ।

তারাই আজ ম্যানেজ করে সব কিছু আমাদের মেরে লুটেনেয় মজা। । প্রভাবশালীদের ছত্রছায়াতে তারা আঙ্গুল ফুলে হয়েছে কলাগাছ আমজনতা শুধু চেয়ে চেয়ে দেখেছে করতে পারেনি কোন জোরালো প্রতিবাদ । । ৭১ এর ৩০ লক্ষ শহীদ তাঁরা সকলেই কি ছিল মুসলমান ? বাঙ্গালীরা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেখানে ছিলনা জাতি -ধর্ম, সংকীর্নতার কোন স্থান ।

। অজও প্রায় চার যুগ পরেও প্রিয় জন্মভুমি হতে পারনি তুমি দুর্বলের নিরাপদ আশ্রয় নিজ ভূমিতে পরবাসি হয়ে আছে দেখ তোমারি কত সন্তান চেয়ে দেখ আজ তারা কত অসহায় । । বঞ্চিত এই সন্তানদের মুক্তির পথ দেখাও প্রিয় মাতৃভূমি যারা তোমার পাশে ছিল সর্বদা, স্বাধীকার থেকে স্বাধীনতার অরুন রাঙা পথে একটা বারের জন্য হলেও তাদের বল তুমি- " আর তুমি বঞ্চিত হবেনা ন্যায্য প্রাপ্তি হতে" । ।

রামু, টেকনাফ, উখিয়া, পটিয়ায় ১৯ বৌদ্ধবিহার ও ৪৫ বাড়িতে আগুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.