আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশ

mrchy_84@yahoo.com

সবুজ মাঠের বুকে ঘাসগুলো দোলে গাছগুলো ভরে আছে ফুল আর ফলে ণদীমাতৃক জলধারার সুন্দর যেই দেশ সে আর অন্য কোথাও নয় আমার প্রিয় স্বদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা কৃষকের এ দেশ ভাল লাগা ভালবাসার আমার বাংলাদেশ স্বদেশ প্রেম অবুঝ মনের সুপ্ত কোন ভাষা কিশোরীর না বলা কাল্পনীক কোন আশা। পুকুর ভরা মাছ আর গোলা ভরা ছিল ধান আজও তাই ফসলের ক্ষেত থেকে ভেসে আসে কৃষকের গান পাখীর কাকলীতে মুখরিত চারপাশ স্বদেশের কথা কিভাবে করিব প্রকাশ। মায়ার টান বুঝা যায় যাই যখন বিদেশ উপলব্ধিতে আসে তখন ভাল লাগার স্বদেশ উন্নত আর অনুন্নতর টানায় আছে মোর দেশ তবুও সবকিছুর উর্দ্ধে আমার প্রিয় স্বদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।