আমাদের কথা খুঁজে নিন

   

পিয়ন কাহাকে বলে?

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

একবার এক বিদেশীর সাথে কথা বলছিলাম। খুব সম্ভবত, সে এসেছিল ইউরোপের কোন একদেশ থেকে। তার সাথে কথাচ্ছলে একদিন উঠে আসল পিয়ন পেশাটার কথা। ঐ পাবলিক জীবনে পিয়ন শব্দটাও শোনে নাই নাকি? আমি তারে বোঝাতে চেষ্টা করলাম পিয়নের কাজ কি কি? এই যেমন চা, পানি ইত্যাদি দেওয়া, ফাইল পত্র টানাটানি, দোকানে যাওয়া, টুকটাক দারোয়ানি, জুনিয়রদের বসের সালাম দেওয়া ইত্যাদি। কিন্তু, সে অবাক হল, আমাদের দেশে সব স্থানে পিয়ন টাইপের কোন না কোন একটা লোক দরকার। এখন আপনারা আমাকে সহজ ভাষায় পিয়ন পেশাটাকে তুলে ধরার কিছু টিপস্‌ দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।